বর্ষা ঢুকে গিয়েছে বঙ্গে। মাঝে মধ্যে আকাশ ভার করে নেমে আসছে বৃষ্টি। গরম থেকে স্বস্তি দিচ্ছে বর্ষার বারিধারা। কিন্তু বারিধারা শুধু শরীর-মনকেই স্বস্তি দেয় না ভাগ্যের চাকা ঘোরাতেও শ্রাবণের বৃষ্টির জুড়ি মেলা ভার! জ্যোতিষশাস্ত্রে বৃষ্টির জল নিয়ে একাধিক টোটকার কথা বলা হয়েছে। ঋণ ও আর্থিক সংকট থেকে কাটিয়ে উঠতে কার্যকর হতে পারে বৃষ্টির জল।
আর্থিক সংকট থেকে মুক্তি পেতে-আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে একটি মাটির পাত্রে বৃষ্টির জল সংগ্রহ করে উত্তর দিকে রাখুন। এতে আর্থিক সংকট থেকে মুক্তি দেবেন বরুণ দেব।
অর্থপ্রাপ্তির জন্য- জ্যোতিষশাস্ত্র অনুসারে অর্থপ্রান্তির জন্য এক বাটি বৃষ্টির জল নিন। এ বার এই জলটি রোদে রেখে ইষ্টদেবের নাম নিয়ে আম পাতায় ছিটিয়ে দিন। এতে মা লক্ষ্মীর কৃপা পাবেন।
ঋণমুক্তির জন্য- ক্রমবর্ধমান ঋণ থেকে মুক্তি পেতে বালতিতে বৃষ্টির জল ভরুন। এরপর এই জল রেখে দিন। সারা মাস স্নান করার আগে সামান্য দুধ ঢেলে মাথায় ঢালুন। এতে ঋণমুক্ত হবেন।
দাম্পত্য প্রেমের জন্য- কাচের বোতলে রেখে বৃষ্টির জল ভরে বেডরুমে রাখুন। বৈবাহিক জীবনে কলহ থাকবে না। দাম্পত্যে প্রেম বাড়বে।
আরও পড়ুন- মাসের এই তারিখে জন্মানো ব্যক্তিরা সূর্যের কৃপায় হন লাকি, ভাল নেতা