Advertisement

Ram Navami 2022: ১০ বছর পর রামনবমীতে শুভ যোগ, জানুন বড় কাজ শুরু করার মুহূর্ত

এই সময় সম্পত্তি, গাড়ি বা নতুন জিনিস কিনলে সৌভাগ্য আসবে। শুধু তাই নয় নবরাত্রির শুভ যোগের কারণে দেবীর আশিসও মিলবে। 

রামনবমী ২০২২। রামনবমী ২০২২।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Apr 2022,
  • अपडेटेड 4:58 PM IST
  • ১০ এপ্রিল রাম নবমী।
  • তৈরি হচ্ছে শুভ যোগ।
  • কাজ শুরু করার উত্তম সময়।

চলতি বছর তাৎপর্যপূর্ণ হতে চলেছে রামনবমী। জ্যোতিষীরা বলছেন,এবার রামনবমীতে গ্রহ ও নক্ষত্রের সংমিশ্রণে একটি  শুভ যোগ তৈরি হতে চলেছে। এই সময় সম্পত্তি, গাড়ি বা নতুন জিনিস কিনলে সৌভাগ্য আসবে। শুধু তাই নয় নবরাত্রির শুভ যোগের কারণে দেবীর আশিসও মিলবে। 

রামনবমীতে রবি পুষ্য যোগ তৈরি হচ্ছে। যা স্থায়ী হবে ২৪ ঘণ্টা। পুষ্য নক্ষত্র ১০ এপ্রিল রবিবার সূর্যোদয়ের সঙ্গে শুরু হবে। চলবে পরের দিন সূর্যোদয় পর্যন্ত। চলতি বছর মোট ৪টি রবি পুষ্য যোগ তৈরি হবে। তবে ২৪ ঘন্টা সময় পাওয়া যাবে শুধুমাত্র রাম নবমীতে। এই সময়কে কেনাকাটার অবুঝ মুহূর্তও বলা হয়। জ্যোতিষীরা বলছেন, আগে এই ধরনের একটি শুভ যোগ তৈরি হয়েছিল ২০১২ সালের ১ এপ্রিল। ২০২৫-র ৬ এপ্রিল আবারও এই ধরনের যোগ তৈরি হবে। জ্যোতিষীরা আরও বলেন, চৈত্র নবরাত্রির প্রতিপদ, অষ্টমী এবং নবমী তিথিগুলি কোনও নতুন কাজ শুরু করা বা কেনাকাটার জন্য অত্যন্ত শুভ। এই তিথিতে করা কাজের সুফল দীর্ঘদিন পাওয়া যায়। 

ভাগ্যোদয়ের দু'দিন

আরও পড়ুন

রামনবমী ছাড়াও ৯ এপ্রিল, শনিবার অষ্টমীর দিনও পুনর্বসু নক্ষত্রের সৌজন্যে ছত্র যোগ তৈরি হয়েছে। সম্পত্তিতে বিনিয়োগ হোক বা বাড়ি বা দোকান তৈরি, সব ক্ষেত্রেই এই যোগ অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ১০ এপ্রিল রামনবমীতে, সর্বার্থসিদ্ধি, রবি পুষ্য এবং রবি যোগের কারণে যে কোনও শুভ কাজ শুরুর সেরা মুহূর্ত। গোটা দিনই শুভ সময়।

রাম নবমীতে পুজোর শুভ মুহূর্ত

১০ এপ্রিল দুপুর ১টা ২৪ মিনিটে শুরু হচ্ছে পুজোর মুহূর্ত। যা ১১ এপ্রিল বিকেল ৩টে ১৫ মিনিটে  শেষ হবে। রামনবমীতে সুকর্ম আর ধৃতি যোগও তৈরি হচ্ছে। সুকর্ম যোগ ১১ এপ্রিল দুপুর ১২.০৪ মিনিট পর্যন্ত থাকবে। এর পর ধৃতি যোগ শুরু হবে।

 

Read more!
Advertisement
Advertisement