Advertisement

Temple as per Zodiac Sign: কোন রাশির জন্য মন্দিরে পুজো দেওয়া শুভ? জেনে নিন বিস্তারিত

Rashi Wise Temples: হিন্দু ধর্মে মন্দিরে পুজো, আরাধানার গুরুত্ব অপরিসীম। লোকমতে, যদি কেউ নিজের রাশি এবং গ্রহদশা অনুযায়ী দেব-দেবীর পূজা করেন বা মন্দিরে যান, সেক্ষেত্রে জীবনে সৌভাগ্য ও শান্তি ফেরে।

কোন রাশির জন্য কোন মন্দির শুভ।কোন রাশির জন্য কোন মন্দির শুভ।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Nov 2025,
  • अपडेटेड 7:02 PM IST
  • হিন্দু ধর্মে মন্দিরে পুজো, আরাধানার গুরুত্ব অপরিসীম।
  • গ্রহদশা অনুযায়ী দেব-দেবীর পূজা করেন বা মন্দিরে যান, সেক্ষেত্রে জীবনে সৌভাগ্য ও শান্তি ফেরে।
  • কোন রাশির জাতকের জন্য কোন মন্দির সবচেয়ে শুভ? আসুন সেই বিষয়ে জেনে নেওয়া যাক।

Rashi Wise Temples: হিন্দু ধর্মে মন্দিরে পুজো, আরাধানার গুরুত্ব অপরিসীম। লোকমতে, যদি কেউ নিজের রাশি এবং গ্রহদশা অনুযায়ী দেব-দেবীর পূজা করেন বা মন্দিরে যান, সেক্ষেত্রে জীবনে সৌভাগ্য ও শান্তি ফেরে। কোন রাশির জাতকের জন্য কোন মন্দির সবচেয়ে শুভ? আসুন সেই বিষয়ে জেনে নেওয়া যাক।

মেষ রাশি
এই রাশির অধিপতি মঙ্গল। তাই হনুমানজির আরাধনা অত্যন্ত শুভ। অযোধ্যা বা উজ্জয়িনীর মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শনে বিশেষ ফল মিলবে।

বৃষ রাশি
বৃষ রাশি শাসন করেন শুক্র। তাই মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পূজা করলে সৌভাগ্য বৃদ্ধি পায়। তিরুপতি বালাজি ও পুষ্করের কমল মন্দির দর্শন অত্যন্ত লাভজনক।

মিথুন রাশি
বুধের প্রভাবশালী এই রাশির জন্য শ্রীগণেশ ও ভগবান বিষ্ণুর পূজা শুভ। মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক ও পুরীর জগন্নাথ মন্দির দর্শন আনে শান্তি।

কর্কট রাশি
চন্দ্র প্রভাবিত এই রাশির জাতকেরা ভগবান শিব ও মা দুর্গার আরাধনা করলে জীবনে স্থিরতা পান। বৈষ্ণোদেবী ও সোমনাথ দর্শন বিশেষ উপকারী।

সিংহ রাশি
সূর্য প্রভাবিত এই রাশির জন্য সূর্যদেব ও শ্রীনরায়ণের পূজা অত্যন্ত শুভ। কোণার্ক সূর্য মন্দির বা অযোধ্যার রাম মন্দিরে দর্শন ফলদায়ী।

কন্যা রাশি
বুধের প্রভাবে থাকা কন্যা রাশির জাতকদের জন্য মা দুর্গা ও গণেশের পূজা শুভ। মুম্বইয়ের লালবাগচা রাজা ও গুজরাটের আম্বা মন্দির দর্শনে লাভ।

তুলা রাশি
শুক্র প্রভাবিত এই রাশির জন্য রাধা-কৃষ্ণ ও মা লক্ষ্মীর পূজা বিশেষ শুভ। বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দির ও পদ্মনাভস্বামী মন্দির দর্শন উপকারী।

বৃশ্চিক রাশি
মঙ্গলের প্রভাবশালী এই রাশির জাতকেরা হনুমানজী ও কালভৈরবের পূজায় জীবনে পান শক্তি। উজ্জয়িনী ও হনুমানগড়ীর দর্শন শুভ।

ধনু রাশি
গুরুগ্রহের অধীন এই রাশির জন্য দত্তাত্রেয় ও ভগবান বিষ্ণুর পূজা বিশেষ ফলদায়ী। ত্র্যম্বকেশ্বর ও দত্তাত্রেয় মন্দির দর্শনে মিলবে আশীর্বাদ।

মকর রাশি
শনির প্রভাবে থাকা মকর রাশির জাতকেরা শনি ও হনুমানজির পূজায় সাফল্য পান। শনি শিংণাপুর ও নবগ্রহ মন্দির দর্শন শুভ।

Advertisement

কুম্ভ রাশি
এই রাশিও শনির প্রভাবে। তাই শনি ও শিবজির আরাধনা শুভ। হরিদ্বার, প্রয়াগরাজ ও দিল্লির শনি ধামে দর্শন অত্যন্ত উপকারী।

মীন রাশি
গুরু প্রভাবিত এই রাশির জন্য ভগবান বিষ্ণু ও মা দুর্গার পূজা সৌভাগ্য আনে। কোলহাপুরের মহালক্ষ্মী ও নৃসিংহ মন্দির দর্শনে সব মনোকামনা পূর্ণ হয়।

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়। 

Read more!
Advertisement
Advertisement