হনুমানজী (Hanuman Ji) রামভক্ত নামে পরিচিত। কথিত আছে, ভক্তরা একবার হনুমানের আশ্রয়ে এলে তাঁর সমস্ত দুঃখ-কষ্ট দূর হয়। শুধু তাই নয় দুর্ঘটনা বা বিপদ থেকেও রক্ষা করেন হনুমানজী। ভগবান রাম (Lord Rama) ও ভগবান শঙ্করের (Lord Shankara) কৃপাও সেই ব্যক্তির ওপর থাকে। তাই প্রত্যেক বাড়িতেই হনুমানজীর ছবি বা মূর্তি বসানো থাকে।
তবে হনুমানজীর প্রতিটি রূপই কি শুভ? এই নিয়ে অনেকের অনেক সংশয় তৈরি হয়। জ্যোতিষ মতে, হনুমানজীর স্বরূপ বাড়িতে রাখা মঙ্গল নয়, তা অমঙ্গল ডেকে আনে। তাহলে হনুমানজীর কোন মূর্তি রাখা উচিত কোনটি নয়?
জেনে নিন যেগুলি ভুলেও রাখবেন না-
১. এমন একটি ছবি বা মূর্তি, যাতে হনুমানজী তাঁর বুক চিরে দাঁড়িয়ে রয়েছেন।
২. হনুমানজী অস্থির এবং সঞ্জীবনী পাহাড় নিয়ে উড়ে যাচ্ছেন।
৩. মুদ্রা দুষ্টের বধ করছেন।
৪. রাম-লক্ষ্মণকে নিজের কাঁধে বসিয়ে নিয়ে যাচ্ছেন।
৫. লঙ্কাকাণ্ডে লঙ্কা জ্বালিয়ে দিচ্ছেন।
এমন ছবি বাড়িতে রাখা অমঙ্গল ডেকে আনতে পারে। এতে পরিবারের সুখ, সমৃদ্ধিতে বাধা তৈরি হতে পারে। তাই যতটা সম্ভব এমন ছবি এড়িয়ে চলুন।
তবে হনুমানজীর কোন ছবিগুলি রাখলে পরিবারকে সমস্ত বাধা থেকে রক্ষা করবে? জেনে নিন-
১. হনুমানজীর ছবি বা মূর্তির মধ্যে রয়েছে অপার শক্তি। এটি যদি বাস্তু অনুসারে বাড়িতে স্থাপন করা হয় তবে আপনার ভবিষ্যত চিরকাল সুরক্ষিত থাকবে।
২. হলুদ পোশাক পরা হনুমানজির যৌবনের একটি ছবি রাখুন, যেখানে তিনি এক হাতে আশীর্বাদ করছেন। এর ফলে ঘরে সুখ, শান্তি ও সম্প্রীতি বজায় থাকবে।
৩. বজরংবলীর বাল্যকালের ছবিও রাখতে পারেন।
৪. রাম দরবারের ছবি সেই জায়গায় রাখুন যেখানে পুরো পরিবার একত্রে খাবার খায় বা ডাইনিং রুমে। এতে পরিবারে সম্পর্ক দৃঢ় হবে ও ভালোবাসা বাড়বে।
৫. যে ছবিতে হনুমানজী শ্রী রামের সেবায় লীন। এটি প্রয়োগ করলে পরিবারে সম্পদ বৃদ্ধি পায়।
৬. বাড়ির প্রধান দরজায় পঞ্চমুখী হনুমানের মূর্তি রাখলে কোনও নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করতে পারে না। পরিবার সকল অশুভ শক্তি থেকে দূরে থাকে।
৭. ঘরে কলহ থাকলে দক্ষিণ দিকে বসার ভঙ্গিতে হনুমানজীর লাল রঙের ছবি লাগান। বিবাহিত দম্পতির শোওয়ার ঘরে কোনও রূপেই হনুমানজীর ছবি রাখা উচিত নয়।