এতদিন নিশ্চয় শুনেছেন যে, চোখ দেখে বা জ্যোতিষ বিচার করে কোনও মানুষের ব্যক্তিত্বের বিষয়ে বলা যায়। কিন্তু সামুদ্রিক শাস্ত্র (Samudra Shastra) অবশ্য অন্য কথা বলছে। সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী কোনও মানুষের গালের রং দেখেই তাঁর স্বভাব চরিত্র সম্পর্কে অনেক কিছু আন্দাজ করা যেতে পারে। চলুন জেনে নেওয়া যাক যাঁদের গাল লাল, তাঁদের স্বভাব কেমন।
সামুদ্রিক শাস্ত্র বলছে এই ধরনের মানুষেরা শিল্প খুব ভালবাসেন। তাঁরা যে কাজ শুরু করেন, তা অবশ্যই শেষ করেন। তবে তাঁরা একটু রাগি প্রকৃতিরও হন। অর্থাৎ ছোটখাটো বিষয়ে হঠাৎ রেগে যান। একইসঙ্গে তাঁরা অধৈর্য প্রকৃতিরও হন। অর্থাৎ সামান্য বিষয়ে উত্তেজিত হয়ে পড়েন। এই ধরনের মানুষেরা নির্ভিক এবং অপরের সঙ্গে খুব ভালভাবে আচরণ করেন। তবে এদের রাগ মাঝেমধ্যেই সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।
প্রসঙ্গত, সামুদ্রিক শাস্ত্র (Samudrik Shastra) বৈদিক ঐতিহ্যের অংশ। এর মাধ্যমে মুখ তথা গোটা শরীরের গঠনের মধ্যে দিয়ে মানুষের প্রকৃতি সম্পর্কে বলে দেওয়া যায়। সামুদ্রিক শাস্ত্র একটি সংস্কৃত শব্দ। যা "শরীরিক বৈশিষ্ট্যের জ্ঞান" হিসাবে অনুবাদ করা হয়। সামুদ্রিক ঋষির ভবিষ্যদ্বাণী নির্ভুল বলেও মনে করা হয়।