Advertisement

Shiva Puja Rituals: শিবলিঙ্গে এসব জিনিস নিবেদন করলেই ভাগ্য বদলাবে, ভগবান শিবের আশীর্বাদ পাবেন

শুরু হয়ে গিয়েছে শ্রাবণ মাস। বিশ্বাস করা হয়, শ্রাবণ হল শিবের মাস। তাই এই মাসে ভক্তিভরে মহাদেবের আরাধনা করা হয়। মনে করা হয়, শ্রাবণে শিবের পুজো করলে আশীর্বাদ পাওয়া যায়। জ্যোতিষ মতে, শিবপুজোর সময় শিবলিঙ্গে এই জিনিসগুলি নিবেদন করলে তুষ্ট হন মহাদেব। জেনে নিন বিশদে...

শিবলিঙ্গে এই জিনিস দিলে তুষ্ট হন মহাদেব।শিবলিঙ্গে এই জিনিস দিলে তুষ্ট হন মহাদেব।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 12 Jul 2025,
  • अपडेटेड 3:55 PM IST
  • বিশ্বাস করা হয়, শ্রাবণ হল শিবের মাস।
  • শ্রাবণে শিবের পুজো করলে আশীর্বাদ পাওয়া যায়। 
  • শিবপুজোর সময় শিবলিঙ্গে এই জিনিসগুলি নিবেদন করলে তুষ্ট হন মহাদেব।

শুরু হয়ে গিয়েছে শ্রাবণ মাস। বিশ্বাস করা হয়, শ্রাবণ হল শিবের মাস। তাই এই মাসে ভক্তিভরে মহাদেবের আরাধনা করা হয়। মনে করা হয়, শ্রাবণে শিবের পুজো করলে আশীর্বাদ পাওয়া যায়। 

 প্রতি বছরই শ্রাবণ মাসে শিবভক্তরা কাঁওয়ার যাত্রা করেন। বাংলায় তারকেশ্বরে বহু ভক্ত বাঁকে জল নিয়ে যান। শ্রাবণ মাসের সোমবারগুলিতে অনেকে উপবাসও করেন। 

জ্যোতিষ মতে, শিবপুজোর সময় শিবলিঙ্গে এই জিনিসগুলি নিবেদন করলে তুষ্ট হন মহাদেব। জেনে নিন বিশদে...

* ভগবান শিবের অত্যন্ত প্রিয় হল বেলপাতা। বেলপাতা ছাড়া শিব পুজো হয় না। বিশ্বাস করা হয়, বেলপাতা দিয়ে শিবের পুজো করলে তুষ্ট হন মহাদেব। শিবলিঙ্গে অন্তত ৩-৫টি বেলপাতা নিবেদন করুন। 

* দই দিয়ে শিবলঙ্গের অভিষেক করলে দাম্পত্য জীবন সুখের হয়। 

* ভস্ম দিয়ে শিবলিঙ্গের অভিষেক করালে নেগেটিভ এনার্জি দূর হয়। 

* মধু দিয়ে শিবলিঙ্গের অভিষেক করালে আর্থিক সমস্যা দূর হয়। 

* গঙ্গাজল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করালে পাপ থেকে মুক্তি পাওয়া যায়। 

জ্যোতিষ মতে, শ্রাবণ মাসে  ঘরে রাখুন রুদ্রাক্ষ। রুদ্রাক্ষ হল শিবের প্রতীক। জ্যোতিষ মতে, শ্রাবণ মাসে ঘরে রুদ্রাক্ষ নিয়ে এলে তা শুভ। এতে উন্নতি হয়। ঘরে গঙ্গাজল রাখা শুভ। শ্রাবণ মাসে ঘরে গঙ্গাজল রেখে দিন। এতে সংসারে সুখ-সমৃদ্ধি বাড়ে।  শিবের অন্যতম প্রতীক হল ত্রিশূল। শ্রাবণ মাসে ঘরে তামা বা রুপোর ত্রিশূল রাখলে শিবের আশীর্বাদ পাওয়া যায়। অশুভ শক্তির হাত থেকে রক্ষা পাওয়া যায়। 

Read more!
Advertisement
Advertisement