Shani Dhaiya & Sade Sati Remedies: শনিদেবকে (Shani Dev) ন্যায় -বিচারের দেবতা বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে, শনিদেব ব্যক্তির ভাল- মন্দ কাজের ফল দেন। যারা খারাপ কাজ করেন তাদের শনিদেবের ক্রোধের সম্মুখীন হতে হয়। অপর দিকে যারা পরোপকারী, শনির কৃপায় তাদের জীবনে সব দুঃখ-কষ্টের অবসান ঘটে। চাকরি ও ব্যবসার সমস্ত সংকটও কেটে যায়। আপনিও যদি শনিদেবকে সন্তুষ্ট করতে চান, তাহলে প্রতি শনিবার কিছু বিশেষ মন্ত্র ও প্রতিকার করা উচিত।
* শনি দেবের মন্ত্র (Shani Dev Mantra)
ওঁ নীলঞ্জনচয়ং সমভাষম রবিপুত্রম যমগরাজম্।
ছায়ামর্তান্ড সম্ভূতম্ তম নমামি শনৈশ্চরম।
* শনির পৌরাণিক মন্ত্র
ওম হ্রীং নীলাঞ্জনসম্ভাসম রবিপুত্রম যমগরাজম্।
ছায়া মার্তান্ডসম্ভুতম্ তন নমামি শনশ্চরম্।
আরও পড়ুন: রাশি পরিবর্তন করবে রাহু! নতুন বছরে দারুণ সৌভাগ্য এই ৪ রাশির
* শনির দোষ নিবারণ মন্ত্র
ওঁ ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম্ পুষ্টিবর্ধনম্।
উর্ভারুক মিভ বন্দনান মৃত্যুমুখীয়া মা মৃত্যুঃ।
* চাকরি ও ব্যবসার জন্য শনি মন্ত্র
ওঁ শনৈশ্চরায় নমঃ।
আরও পড়ুন: মঙ্গল ও কেতুর সন্ধি! ৫টি রাশির ধনী হওয়ার যোগ, সাবধান থাকুন বাকিরা
শনির দৃষ্টি কাটানোর উপায়
* কালো কম্বল, কোনও কালো রঙা ডাল, কালো ছাতা, তেল এবং খাদ্য ইত্যাদি দান করলে এদিন শুভ ফল পাওয়া যাবে।
* এর সঙ্গে শনি চাল্লিশা পাঠ করুন। এতে সন্তুষ্ট হতে পারেন গ্রহরাজ শনিদেব।
* শনিবার, শনিদেবের পুজো করুন। একটি অশত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে শনি চালিসা বা শনি মন্ত্র জপ করুন।
* শনিবার সন্ধ্যায় অন্তত দু-একজন গরিবকে পর্যাপ্ত খাবার খাওয়ান। তাদের কিছু টাকা দান করুন। খাবারে রুটি, পরোটা, ভাত, সবজি-মসুর ডাল, মিষ্টি এবং পায়েস বা ক্ষীর অন্তর্ভুক্ত করুন।