Advertisement

Shani Dosha Bad Habits : এই ৬ বদ অভ্যাসে মারত্মক রুষ্ট হন শনিদেব, আজই না ছাড়লে মহাবিপদ

আগামী ৩১ জানুয়ারি কুম্ভ রাশিতে অস্তমিত হচ্ছেন শনিদেব। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, কিছু বদ অভ্যাস রয়েছে, যেগুলি শনিদেব একদম পছন্দ করেন না। যাঁদের এই বদ অভ্যাসগুলি আছে, তাঁদের উপর শনির কুদৃষ্টি থাকে সবসময়। যেহেতু শনিদেব ৩১ জানুয়ারি কুম্ভ রাশিতে অস্ত যাচ্ছেন, তাই এই ধরনের ব্যক্তিদের খুব সাবধান থাকা উচিত।

শনিদেব
Aajtak Bangla
  • দিল্লি,
  • 23 Jan 2023,
  • अपडेटेड 8:46 PM IST
  • শনি খুবই কঠিন গ্রহ
  • কিছু বদ অভ্যাস শনি পছন্দ করেন না
  • যদি থাকে, তাহলে অবিলম্বে পরিত্যাগ করুন

ন্যায়ের দেবতা শনিদেবকে নবগ্রহের মধ্যে সবচেয়ে কড়া বলে মনে করা হয়। শনি একবার ক্ষুব্ধ (Shani Dosha Remedies) হলে মানুষের সারা জীবন দুঃখে ভরে যেতে পারে। আগামী ৩১ জানুয়ারি কুম্ভ রাশিতে অস্তমিত হচ্ছেন শনিদেব। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, কিছু বদ অভ্যাস রয়েছে, যেগুলি শনিদেব একদম পছন্দ করেন না। যাঁদের এই বদ অভ্যাসগুলি আছে, তাঁদের উপর শনির কুদৃষ্টি থাকে সবসময়। যেহেতু শনিদেব ৩১ জানুয়ারি কুম্ভ রাশিতে অস্ত যাচ্ছেন, তাই এই ধরনের ব্যক্তিদের খুব সাবধান থাকা উচিত।

পা ঘসে চলা - জ্যোতিষীদের মতে, পা ঘসে চলা খুবই খারাপ অভ্যাস। যাঁরা পা ঘসে চলেন শনিদেবের কুদৃষ্টি সবসময় তাঁদের ওপরে থাকে। এই ধরনের লোকদের অশুভ ফল পাওয়ার আশঙ্কাও বেশি থাকে। তাঁদের তৈরি হওয়া কাজ নষ্ট হয়ে যেতে পারে। টাকা-পয়সার টানাটানি সব সময়ই চলে।

বসে বসে পা নাড়ান - অনেকেরই বসে বসে পা নাড়ানোর স্বভাব থাকে। কিন্তু এটা করা কতটা অশুভ জানেন? এটি শুধুমাত্র দুর্বল চন্দ্রকেই নির্দেশ করে না, শনির সমস্যারও ইঙ্গিত দেয়। যাঁরা এমনটা করেন তাঁরা প্রায়ই মানসিক সমস্যার সঙ্গে লড়াই করেন। মানসিক চাপের সমস্যা এই মানুষদের মধ্যে খুব বেশি পরিমানে দেখা যায়।

সুদে টাকা খাটানোর ব্যবসা - যাঁরা সুদে টাকা খাটানোর ব্যবসা করেন, শনিদেব তাঁদের প্রতি ক্ষুব্ধ থাকেন। যদি কেউ সুদের ব্যবসা করেন, তাহলে একদিন না একদিন তাঁর ওপর শনিদেবের বাঁকা নজর নিশ্চয় পড়বে। যাঁরা সুদে টাকা খাটান তাঁরা শনিদেবের বিষয়ে খুবই সতর্ক থাকুন।

যত্রতত্র থুতু ফেলা - অনেকেরই এই স্বভাব থাকে। কিন্তু এটা খুবই খারাপ এবং অশুভ অভ্যাস। এই বদ অভ্যাস কুণ্ডলীতে শনি গ্রহের দুর্বলতার লক্ষণ। এই ধরনের মানুষের জীবন খুব কষ্টকর হতে পারে। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই অভ্যাস ত্যাগ করার চেষ্টা করুন।

Advertisement

বাথরুম নোংরা রাখা - কথিত আছে স্নানের পরে বাথরুম নোংরা রেখে দিলে শুধু বাস্তু দোষই বাড়ে না, কুণ্ডলীর চন্দ্রও অশুভ ফল দিতে শুরু করে। শনিদেব সবসময় এই ধরনের লোকদের উপর ক্রুদ্ধ থাকেন। তাই ঘরের বাথরুম সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করা উচিত। অন্যথায় অসুবিধা বাড়তে পারে।

এঁটো বাসন রাখা - খাওয়ার পর পাত্র না ধুয়ে রেখে দিলেও শনির কুপ্রভাব পড়তে পারে (Shani Dosha Effects)। তাই এমন ভুল কখনও করা উচিত নয়। কথিত আছে, যাঁরা রান্নাঘরে এঁটো বাসন ফেলে রাখেন তাঁরা কঠোর পরিশ্রম করেও সন্তোষজনক ফল পান না। বাসনপত্র সঠিক স্থানে রাখলে চন্দ্র ও শনির দোষ দূর হয়।

আরও পড়ুন - এবার অস্ত যাবে মঙ্গল, ৩ রাশির অত্যন্ত কঠিন সময়; রইল প্রতিকার

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement