কুম্ভ রাশিতে বক্রি চাল (Shani Vakri 2023) হবে শনিদেবের। যার জেরে সতর্ক থাকতে হবে কয়েকটি রাশির জাতিক জাতিকাদের। জ্যোতিষশাস্ত্রে শনিদেবকেই সবচেয়ে ধীর গ্রহ বলে মনে করা হয়। খুব শীঘ্রই বক্রি হবেন শনিদেব।
আগামী ১৭ জুন রাত্রি ১০টা ৪৮ মিনিটে কুম্ভ রাশিতে বক্রি হবেন শনিদেব। আবার ৪ নভেম্বর কুম্ভ রাশিতেই মার্গী হবেন তিনি। শনির এই বক্রি অবস্থাকে অশুভ বলে মনে করা হয়। ফলে এই সময় কয়েকটি রাশির ওপর এর খারাপ প্রভাব পড়বে। এবার চলুন জেনে নেওয়া যাক ওই রাশিগুলি কী কী।
মেষ রাশি (Aries) - শনির বক্রি চালের কারণে কেরিয়ারে উত্থানপতনের মধ্যে দিয়ে যাবেন মেষ রাশির জাতিক জাতিকারা। অফিসে কাজের চাপ বাড়বে। সহকর্মীদের সঙ্গেও সম্পর্কে অবনতি পারে। স্বাস্থ্যের খেয়াল রাখুন। ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হতে পারেন। মানসিক চাপে জর্জরিত হয়ে যেতে পারেন।
কর্কট রাশি (Cancer) - এই সময় কর্কট রাশির জাতক জাতিকাদের সঙ্গে কোথাও বিনিয়োগ করা উচিত নয়। দুর্ঘটনার বিষয়ে সচেতন থাকুন। নতুন কাজ থেকেও ক্ষতির সম্মুখীন হতে পারেন। অশান্তি দেখা দিতে পারে দাম্পত্য জীবনে। ফলে দাম্পত্য জীবনের ক্ষেত্রে সতর্ক থাকুন।
তুলা রাশি (Libra) - প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তৈরি হতে পারে আর্থিক সংকট। শিক্ষার্থীরাও সমস্যার সম্মুখীন হতে পারেন। ফলে পড়াশোনায় আরও মনোনিবেশ করুন।
বৃশ্চিক রাশি (Scorpio) - পরিবারে অশান্তি তৈরি হতে পারে। অতিরিক্ত পরিশ্রমে তৈরি হতে পারে শারীরিক সমস্যা। সম্পত্তি নিয়েও বিবাদ সৃষ্টি হতে পারে। নেতিবাচকতা আসতে পারে সম্পর্কে।
কুম্ভ রাশি (Aquarius) - সমস্ত কাজে সাবধানতা অবলম্বন করুন। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে তৈরি হতে পারে টানাপোড়েন। ফলে সংসারে তৈরি হত পারে অশান্তির বাতাবরণ। তাই স্বামী ও স্ত্রী একে অপরের সঙ্গে বোঝাপড়া করে চলুন। তাতে সংসারে শান্তি বজায় থাকবে।
আরও পড়ুন - মুঠো মুঠো কাজু খাচ্ছেন? বিপদ বলে আসে না...