কালের কাল, মহাকাল, শিব শংকরের মহিমার সঙ্গে জড়িত পৌরাণিক বহু কথা রয়েছে। বলা হয় যে দেব দেবাদিদেব মহাদেব প্রসন্ন হলে আপনার জীবন ধনধান্যে ভরে যেতে পারে। তাঁকে খুশি করা অত্যন্ত সহজ। তাঁকে শুধু ভক্তি ও শ্রদ্ধাভরে প্রণাম, দুটি বেলপাতা একটু মাথায় জল। এটুকুতেই তিনি সন্তুষ্ট। তার পূজায় জমকের প্রয়োজন হয় না। ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেই তিনি কৃপা করেন। অনেকেরই রাশি চক্রে অকাল মৃত্যুর যোগ থাকে। যা তাদের অকালে পৃথিবী থেকে চিরতরে হারিয়ে দেয়। এই সমস্ত রাশিচক্রের জাতকদের অকাল মৃত্যু থেকে বাঁচার একটাই উপায়। শিব শম্ভু মহাদেব কে তুষ্ট করতে পারলে অকাল মৃত্যুর ভয় থাকে না। কীভাবে কোন মন্ত্রে শিবকে তুষ্ট করবেন, আসুন আপনাকে জানিয়ে দিই। নিয়মিত এটি জপ এবং পাঠ করুন এবং দীর্ঘজীবী হন।
প্রভু শিবকে এই মন্ত্রে বন্দনা করুন
জয় শিবশংকর, জয় গঙ্গাধর, অরুণাকর কর্তার হরে।
জয় কৈলাসী জয় অবিনাশী, সুখরাশি সুখসার হরে।
জয় শশীশেখর, জয় ডমরুধর, জয় জয় প্রেমাগার হরে।
জয় ত্রিপুরারি, জয় মদহারী, নিত্য অনন্ত অপার হরে।
নির্গুণ জয় জয়, সগুণ অনাময়, নিরাকার সাকার হরে।
পার্বতী পতি হরো হরো শম্ভু পাহি পাহি দাতার হরে।।(১)
জয় রামেশ্বর, জয় নাগেশ্বর, বৈদ্যনাথ কেদার হরে। মল্লিকার্জুন, সোমনাথ, জয় মহাকার, ঔঁকার হরে।
জয় ত্রৈম্বকেশ্বর, জয় ভুবনেশ্বর, ভীমেশ্বর, জগতার হরে।
কাশিপতি শ্রী বিশ্বনাথ, জয় মঙ্গলময় অদহার হরে।
নীলকন্ঠ জয় ভূতনাথ, জয় মৃত্যুঞ্জয়, অবিকার হরে। পার্বতী পতি হরো হরো শম্ভু পাহি পাহি দাতার হরে।।।(২)।।
ভোলানাথ কৃপালু দয়াময় অবদর দানি শিবযোগী। নিমিষমাত্রমে দেতে হ্যায়, নবনিধি, মনমানি শিবযোগী।
সরল হৃদয় অতি করুণা সাগর অকাথ কাহানি শিবযোগী। ভক্ত পর সর্বস্ব লুটাকর বনে মসানি শিবযোগী। স্বয়ং অকিঞ্চন জন গণ রঞ্জন, পরশিব উদার হরে। পার্বতী পতি হরো হরো শম্ভু পাহি পাহি দাতার হরে।।(৩)
আশুতোষ ইস মোহময়ী নিদ্রা, মুঝে জাগা দেতা। বিষয়ে বেদনা মে বিষয় কি মায়াধীশ ছুড়া দেতা। রূপ সুধা কি এক বুঁদ সে জীবন মুক্ত বনা দেতা। দিব্য জ্ঞান ভান্ডার যুগল চরণো কে লগন লাগা দেতা। একবার ইস মন মন্দির মে, কি যে পদ সঞ্চার হরে। পার্বতী পতি হরো হরো শম্ভু পাহি পাহি দাতার হরে।।(৪)।।
দানি হো দো ভিক্ষা মে, আপনি আনপায়নি ভক্তি বিভো। শক্তিমান হো দো অবিচল নিষ্কাম, প্রেম কি শক্তি প্রভু।
ত্যাগী হো দো ইস অসার, সংসার পূর্ণ বৈরাগ্য প্রভু।
পরম পিতা হো দো তুম আপনে, চরণো মে অনুরান প্রভু।
স্বামী হো নিজ সেবক কী, সুন লিজে করুণ প্রকার হরে। পার্বতী পতি হরো হরো শম্ভু পাহি পাহি দাতার হরে।।(৫)।।
তুম বিন ব্যাকুল হুঁ, প্রাণেশ্বর আ যাও ভগবন্ত হরে। চরণ কমল কী বাহে গঁহি হ্যায়, উমা রমন প্রিয়কান্ত হরে।
বিরহ ব্যথিত হুঁ, দিন দুঃখী হুঁ দিন দয়াল অনন্ত হরে।
আও তুম মেরে হো যাও, আ যাও শ্রীমন্ত হরে। মেরি ইস দয়নীয় দশা পর, কুছ তো করো বিচার হরে। পার্বতী পতি হরো হরো শম্ভু পাহি পাহি দাতার হরে।।(৬)।।
জয় মহেশ, জয় জয় ভবেশ, জয় আদি দেব মহাদেব বিভু। কিস মুখ সে, হ্যায় গুনাতীত প্রভূত, তব অপার গুণ বর্ণন হো। জয় ভব তারক, দারক হারক, পাতক তারক শিব শম্ভু। দীনন দুঃখ হর, সর্ব সুখকর, প্রেম সুধাকর কি জয় হো।
পার লাগাো ভব সাগরসে, বনকর করুণা ধার হরে। পার্বতী পতি হরো হরো শম্ভু পাহি পাহি দাতার হরে।।(৭)।।
জয় মন ভাবন, জয় অতি পাবন, শোক নসাবান শিব শম্ভু। বিপতি বিদাড়ন, অধম উধারন, সত্য সনাতন শিব শম্ভু। বাহন বৃহস্পতি নাগ বিভূষণ ধবন ভস্ম তন শিব শম্ভু। মদন করন কর পাপ হরণ ধন, চরণ মনন ধন শিবশম্ভু। বিশ্বন বিশ্বরূপ প্রলয়ঙ্কর জগকে মূলাধার হরে। পার্বতী পতি হরো হরো শম্ভু পাহি পাহি দাতার হরে।।(৮)।।