Advertisement

Solar Eclipse 2025 Date: ২১ না ২২ সেপ্টেম্বর, বছরের শেষ সূর্যগ্রহণ কবে?

কবে বছরের শেষ সূর্যগ্রহণ? ২১ না ২২ সেপ্টেম্বর, কবে লাগবে গ্রহণ? ভারত থেকে এই গ্রহণ কি আদৌ দেখা যাবে? এর সূতক কাল কখন পালিত হবে?

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 12 Sep 2025,
  • अपडेटेड 2:08 PM IST
  • বছরের শেষ সূর্যগ্রহণ কবে?
  • ২১ না ২২ সেপ্টেম্বর, সূর্যগ্রহণের দিনক্ষণ জানুন
  • সূতক কাল কখন পালিত হবে?

চলতি সপ্তাহেই রয়েছে বছরের শেষ সূর্যগ্রহণ। তবে এটি পূর্ণগ্রাস নয়, আংশিক। যা ভারত দেখে দৃশ্যমান হবে না। তবে এবারের সূর্যগ্রহণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। কারণ সেদিন পিতৃপক্ষের অবসান ঘটে শুরু হবে দেবীপক্ষ। তার পরদিন থেকে শুরু হচ্ছে শারদোৎসব এবং নবরাত্রি। 

২১ না ২২, গ্রহণ কবে?
যখন চাঁদ পৃথিবী এবং সূর্যের মাঝামাঝি চলে আসে এবং সূর্য দৃশ্যমান হয় না, সূর্যের আলো আংশিক ভাবে অবরুদ্ধ হয়ে যায়, সেই সময়টাই হয় সূর্যগ্রহণ। ভারতীয় সময় অনুসারে সূর্যের এই আংশিক গ্রহণ হবে ২১ সেপ্টেম্বর রাত ১১টায়। এর সপ্তাতি ঘটবে মধ্যরাত ৩টে বেজে ২৩ মিনিটে। মোট ৪ ঘণ্টারও বেশি সময় ধরে চলবে এই গ্রহণ। 

কোথায় কোথায় দেখা যাবে সূর্যগ্রহণ?
২১ সেপ্টেম্বরের এই সূর্যগ্রহণ ভারত থেকে দৃশ্যমান হবে না। তবে এই গ্রহণ নিউজিল্যান্ড, আন্টার্কটিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ প্রশান্ত মহাসাগর এলাকা, আফ্রিকা সহ বিশ্বের একাধিক প্রান্ত থেকে দেখা যাবে। 

ভারতে সূতক কাল কখন?
ভারতে এই গ্রহণের কোনও প্রভাব পড়বে না। কারণ এটি দৃশ্যমান হবে না। এর সূতক কাল অন্য ধর্মীয় প্রভাবও ভারতে কার্যকর হবে না। ভারতীয় নাগরিকদের জন্য একটি আর ৫টা দিনের মতোই স্বাভাবিক হবে। ধার্মিক মতবাদ অনুযায়ী, গ্রহণের প্রবাব কেবলমাত্র সেই এলাকাতেই পড়ে, যেখান থেকে তা দৃশ্যমান হয়। সে কারণে ভারতে এই গ্রহণের কোনও প্রভাব থাকবে না। ফলে সূতক কালও মানা হবে না। 

সূর্যগ্রহণের সময়ে কী করবেন না? 
> সূর্যগ্রহণের সময়ে একা কোনও ফাঁকা স্থান যেমন শ্মশানে না যাওয়াই ভাল। কারণ এই সময়ে নেতিবাচক শক্তি অত্যধিক সক্রিয় থাকে। 
> গ্রহণের সময়ে সোনা থেকে দূরে থাকুন। সেলাইয়ের কাজও করবেন না।
> গ্রহণের সময়ে যাত্রা করা এবং শারীরিক সম্পর্ক স্থাপন করাও অনুচিত। 

সূর্যগ্রহণের সময়ে খাবার খাওয়া উচিত?
ধার্মিক শাস্ত্রে বলা রয়েছে, সূর্যগ্রহণের সময়ে কিছু মুখে দেওয়া উচিত নয়। স্কন্দ পূরাণে উল্লেখ রয়েছে, সূর্যগ্রহণের নেতিবাচক কিরণ খাবার দূষিত করে দেয়। সে কারণে এই সময়ে খাওয়া থেকে দূরে থাকা উচিত। একইসঙ্গে বলা রয়েছে, সূর্যগ্রহণের সময়ে খাবার খেলে সমস্ত পুণ্য কর্ম নষ্ট বয়ে যায়। সে কারণে সূর্যগ্রহণের আগে তৈরি খাবারে তুলসি পাতা দিয়ে রেখে দেওয়া উচিত। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement