Advertisement

Triveni Kumbh Mela 2023 : ৩ দিনের কুম্ভমেলা শুরু ত্রিবেণীতে, পুণ্যস্নানের সময় কখন?

গঙ্গা, যমুনা ও সরস্বতী তিন নদীর সঙ্গম এই ত্রিবেণীতে। শোনা যায়, ৭০৩ বছর আগে এখানেই কুম্ভ স্নান ও কুম্ভমেলা হতো। এমনকী আরও শোনা যায় যে, গঙ্গাসাগর থেকে পায়ে হেঁটে সাধুরা ফিরতেন এই পথ ধরেই। তাঁরা এসে এই ত্রিবেণী কুম্ভে অংশ নিতেন। তবে নানা কারণে মাঝখানে শতকের পর শতক তা বন্ধ ছিল। এবার ফের একবার ত্রিবেণী সঙ্গম হয়ে উঠল মিলন ক্ষেত্র। 

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • ত্রিবেণী,
  • 12 Feb 2023,
  • अपडेटेड 10:17 PM IST
  • ত্রিবেণীতে কুম্ভমেলা
  • ৭০৩ বছর পর আয়োজন
  • সাধুসন্তদের ভিড়

হরিদ্বার বা প্রয়াগ নয়, এবার কুম্ভমেলা বাংলাতে। ৭০৩ বছর পর বিশাল কুম্ভস্নানের আয়োজন করা হয়েছে হুগলির ত্রিবেণী সঙ্গমে (Triveni Kumbh Mela 2023)। আজ ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এই পুণ্যস্নান, চলবে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা মতে কুম্ভস্নানের দিন হল ২৮ মাঘ, ২৯ মাঘ ও ১ ফাল্গুন। কুম্ভমেলাকে কেন্দ্র করে ইতিমধ্যেই হুগলির বাঁশবেড়িয়ার ত্রিবেণীতে ভিড় জমিয়েছেন সাধুসন্তরা। ঢল নেমেছে পুণ্যার্থীদেরও। 

গঙ্গা, যমুনা ও সরস্বতী তিন নদীর সঙ্গম এই ত্রিবেণীতে। শোনা যায়, ৭০৩ বছর আগে এখানেই কুম্ভ স্নান ও কুম্ভমেলা হতো। এমনকী আরও শোনা যায় যে, গঙ্গাসাগর থেকে পায়ে হেঁটে সাধুরা ফিরতেন এই পথ ধরেই। তাঁরা এসে এই ত্রিবেণী কুম্ভে অংশ নিতেন। তবে নানা কারণে মাঝখানে শতকের পর শতক তা বন্ধ ছিল। এবার ফের একবার ত্রিবেণী সঙ্গম হয়ে উঠল মিলন ক্ষেত্র। 

পৌষ সংক্রান্তিতে যেমন গঙ্গাসাগর মেলা হয়, তেমনই মাঘ সংক্রান্তিতে এই মেলার করা হতো। তবে মেলা বন্ধ হয়ে গেলেও সাধুসন্তরা অবশ্য প্রতি বছরই এই দিনে এখানে স্নান করতে আসেন। পাশাপাশি পুণ্যস্নান করেন সাধারণ মানুষও। তবে এবার আবার মহাসমারোহে সেই মেলার আয়োজন। আজ থেকে মেলা এবং স্নান শুরু হয়ে গেলেও ১৩ তারিখটিকেই কুম্ভস্নানের দিন হিসাবে ধরা হচ্ছে। সকাল ৯টা থেকে শুরু হবে শাহি স্নান। প্রথমে সপ্তর্ষি ঘাটে স্নান করবেন সাধুরা। পরে অন্যান্য ঘাট সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আর শুধু মেলাই নয়, এই উপলক্ষে ত্রিবেণী শিবপুর মাঠে বিশাল যজ্ঞের আয়োজনও করা হয়েছে। ত্রিবেণীতে গঙ্গার কাছেই বহু নাগা সন্ন্যাসী ও সাধু তাঁদের আখড়া করেছেন। 

উদ্যোক্তারা মনে করছেন, এবছর মেলায় প্রায় ৩ লক্ষ মানুষের জমায়েত হবে। সেইমতো যাবতীয় ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে। এককথায় বলতে গেলে কুম্ভ মেলার আনন্দে এখন জমে উঠেছে হুগলির ত্রিবেণী (Triveni Kumbh Mela West Bengal)। 

Advertisement

আরও পড়ুন - এই ৪ রাশির মানুষ জন্মগতভাবেই ভাগ্যবান, জীবনজুড়ে সাফল্য; আপনিও আছেন?

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement