Advertisement

Tulsi Plant Vastu Tips: তুলসীর কাছাকাছি এই ৪ জিনিস ভুলেও রাখবেন না, লক্ষ্মীর রোষে কাঙাল হবেন

তুলসীর পূজো করলে ভক্তদের থেকে দূরে থাকে অসুখ-বিসুখ ও দুঃখ। লোকবিশ্বাস করা হয় যে নিয়মিত তুলসী পুজো করলে প্রসন্ন হন দেবী লক্ষ্মী।

তুলসী গাছের বাস্তু।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 05 Oct 2022,
  • अपडेटेड 9:12 PM IST
  • তুলসীর পূজো করলে ভক্তদের থেকে দূরে থাকে অসুখ-বিসুখ ও দুঃখ।
  • প্রতিদিন তুলসীতে জল নিবেদন করলে গ্রহের অশুভ প্রভাব ধীরে ধীরে কমতে শুরু করে।

সনাতন ধর্মে তুলসী গাছকে অত্যন্ত শুভ ও পবিত্র বলে মনে করা হয়। তুলসীর পূজো করলে ভক্তদের থেকে দূরে থাকে অসুখ-বিসুখ ও দুঃখ। লোকবিশ্বাস করা হয় যে নিয়মিত তুলসী পুজো করলে প্রসন্ন হন দেবী লক্ষ্মী। আর তিনি খুশি হলে ঘরে আসে ধনসম্পদ। শ্রদ্ধার সঙ্গে তুলসী পুজো করেন বহু মানুষ। জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাস করা হয়, প্রতিদিন তুলসীতে জল নিবেদন করলে গ্রহের অশুভ প্রভাব ধীরে ধীরে কমতে শুরু করে। শাস্ত্রে বলা হয়েছে, কয়েকটি জিনিস কখনও তুলসীর কাছে রাখা উচিৎ নয়। মা লক্ষ্মী যান। আর চঞ্চলা লক্ষ্মী রাগলে পরিবারে অশান্তি ও বিবাদের পরিবেশ তৈরি হয়। মা লক্ষ্মী অখুশি থাকলে আর্থিক ক্ষতিও হতে পারে। চলুন জেনে নেওয়া যাক তুলসীর কাছে কোন কোন জিনিস রাখা উচিত নয়- 

ঝাঁটা- শাস্ত্রে বলা হয়েছে তুলসীর কাছে কখনই ঝাঁটা রাখা উচিৎ নয়। আসলে এর পিছনের কারণ,ময়লা পরিষ্কার করতে ঝাঁটা ব্যবহার করা হয়। মা লক্ষ্মী নোংরা জিনিসপত্রের কাছে থাকেন না। মা লক্ষ্মী সেই বাড়িতে যান যেখানে তুলসীর কাছাকাছি ঝাঁটা রাখা থাকে। 

কাঁটা গাছ- বাস্তুশাস্ত্রের বিশেষজ্ঞরা বলছেন, ভুলেও তুলসীর কাছে কাঁটাযুক্ত গাছ লাগানো উচিৎ নয়। এতে ঘরে নেতিবাচক শক্তির প্রবাহ বাড়তে শুরু করে। যে কারণে ঘরে সমৃদ্ধি থাকে না।

জুতো- তুলসী একটি পবিত্র গাছ। তুলসীকে দেবীর লক্ষ্মীর আর এক রূপ হিসেবে পুজো করেন সনাতনীরা। এর বিশুদ্ধতার প্রতি সবার খেয়াল রাখা উচিৎ। তুলসীর আশেপাশে এক মুহূর্তের জন্যও জুতো ও চপ্পল রাখা উচিৎ নয়। পাশাপাশি তুলসীর কাছে জুতো ও চপ্পল রাখার স্ট্যান্ড যেন না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। কারো বাড়িতে গিয়েছেন সেখানে যদি তুলসী গাছের সামনে জুতো রাখার বন্দোবস্ত থাকে, তাহলে সেটাও ব্যবহার করা উচিৎ নয়। তুলসীকে অসম্মান করলে দেবী লক্ষ্মীর কৃপা মেলে না।

Advertisement

পরিচ্ছন্নতার যত্ন নিন- সবসময় তুলসীর পরিচ্ছন্নতার যত্ন নেওয়া উচিৎ। যে বাড়িতে তুলসী অপরিষ্কার জায়গায় রাখা হয় বা গাছের যত্ন নেওয়া হয় না, সেখানে মা লক্ষ্মী থাকেন না। নোংরা জায়গায় কখনওই তুলসী রাখা উচিৎ নয়। যে বাড়িতে তুলসী পরিষ্কার-পরিচ্ছন্ন জায়গায় রাখা হয় সেখানে মা লক্ষ্মী বাস করেন। তাই তুলসী পরিষ্কার জায়গায় রাখুন। আগে তুলসী মঞ্চ করে রাখা হত গাছ। এখন সেই পাট আর নেই। ফ্ল্যাটের বারান্দাতেই টবে পরিষ্কার জায়গায় রাখুন তুলসী। প্রতিদিন যত্ন নিন।

আরও পড়ুন- ধনতেরাসে এই ৫ রাশিতে ধনবর্ষা, কৃপা কর্মের দেবতার

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement