Advertisement

Tulsi Plant Vastu Tips: তুলসীর এই টোটকায় ভাগ্য নেবে ইউ-টার্ন, পকেট ফুলবে টাকার বান্ডিলে

Tulsi Plant Vastu Tips: হিন্দু ধর্মে তুলসীকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। কথিত আছে, যে বাড়িতে তুলসী গাছ থাকে, সেই বাড়িতে দেব-দেবীর কৃপা থাকে। যার ফলে ঘরে সর্বদা শান্তি ও সুখ বিরাজ করে। তুলসীতে দেবী লক্ষ্মীর বাস। তাই ভগবান বিষ্ণুর কাছে তুলসী খুবই প্রিয়।

তুলসীর এই টোটকায় ভাগ্য নেবে ইউ-টার্ন, পকেট ফুলবে টাকার বান্ডিলেতুলসীর এই টোটকায় ভাগ্য নেবে ইউ-টার্ন, পকেট ফুলবে টাকার বান্ডিলে
Aajtak Bangla
  • দিল্লি,
  • 19 Jul 2025,
  • अपडेटेड 2:32 AM IST

Tulsi Plant Vastu Tips: জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে তুলসী গাছে দেবী লক্ষ্মী বাস করেন। যে বাড়িতে তুলসী গাছ আছে সেখানে মা লক্ষ্মীর স্থায়ী বাসস্থান আছে। তুলসী গাছ ঘরে ইতিবাচকতা আনে। জ্যোতিষশাস্ত্রে তুলসী গাছের কিছু উপায় বা টোটকার কথাও বলা হয়েছে। তুলসী পাতার কিছু প্রতিকার মানুষের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করে। জেনে নিন তুলসীর কিছু অলৌকিক প্রতিকার।

হিন্দু ধর্মে তুলসীকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। কথিত আছে, যে বাড়িতে তুলসী গাছ থাকে, সেই বাড়িতে দেব-দেবীর কৃপা থাকে। যার ফলে ঘরে সর্বদা শান্তি ও সুখ বিরাজ করে। তুলসীতে দেবী লক্ষ্মীর বাস। তাই ভগবান বিষ্ণুর কাছে তুলসী খুবই প্রিয়। যে বাড়িতে তুলসী বাস করেন, সেখানে সর্বদা ইতিবাচক শক্তির প্রবাহ থাকে এবং অশুভ শক্তি আশেপাশে ঘোরাফেরা করে না।

তুলসী পাতা দিয়ে করুন এই প্রতিকার
১. দুর্ভাগ্য দূর করতে একাদশীর দিন ভগবান বিষ্ণুর বিশেষ পুজোর পাশাপাশি তুলসী পুজো করুন। তুলসীর পুজোয় প্রদীপ জ্বালিয়ে মধু নিবেদন করুন। এবার কাঁচা দুধ ও মিষ্টি দিন। পুজোর পর সেই জিনিসগুলি কোনও দরিদ্র বিবাহিত মহিলাকে দান করুন। এই প্রতিকারে দুর্ভাগ্য দূর হবে এবং ঘরে সুখ-সমৃদ্ধি আসবে।
২. অন্যদিকে, যদি কারও বিয়ে না হয়, তবে তাকে প্রতিদিন তুলসীতে জল নিবেদন করা উচিত। এর ফলে বিবাহের সম্ভাবনা শীঘ্রই তৈরি হতে শুরু করে।
৩. যে কোনও বৃহস্পতিবার, কয়েকটি তুলসী পাতা গাছ থেকে তুলে ভগবান বিষ্ণুকে নিবেদন করুন। এরপর সেগুলিকে হলুদ রঙের কাপড়ে বেঁধে ভল্টে রাখুন। এতে মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এবং অর্থের অভাব হবে না।
৪. এর পাশাপাশি তুলসী গাছে গুড় অর্পণ করলে দুর্ভাগ্যও দূর হয় এবং ঘরে সুখ শান্তি বজায় থাকে।
৫. যদি কোনও ব্যক্তির খারাপ সময় থাকে তবে সকালে তুলসীতে জল নিবেদন করুন। সন্ধ্যায় তুলসীর কাছে প্রদীপ জ্বালান, খারাপ সময় চলে যায়। মানুষের ভালো দিন আতে শুরু করবে।
৬. টাকার সমস্যা দূর করতে একটি পিতলের পাত্রে জল নিন। এবার তাতে চারটি তুলসী পাতা দিন।সেই জয় সারাদিন এভাবে রেখে দিন। পরদিন সকালে এই জল দিয়ে সারা ঘরে ছিটিয়ে দিন। এতে অর্থের সমস্যা দ্রুত দূর হবে।

Advertisement

আরও পড়ুন

 

Read more!
Advertisement
Advertisement