Advertisement

Tulsi Rules: সাদা না লাল, বাড়ির পুজোয় কোন তুলসী পাতা লাগে? জানুন ৪ নিয়ম

তুলসী শুধু পুজোই করা হয় না তার পাতাও কাজে লাগে পুজোয়। তবে বাড়ির পুজোয় তুলসী পাতা রাখার বিশেষ নিয়ম রয়েছে। তুলসী পাতা ব্যবহারের সময় বিভিন্ন বিষয়ে খেয়াল রাখা দরকার। কারণ তুলসীর অপমান হলে রুষ্ট হন মা লক্ষ্মী।

তুলসী পাতার নিয়ম। তুলসী পাতার নিয়ম।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 29 Jul 2022,
  • अपडेटेड 7:41 PM IST
  • তুলসী পাতা নিয়ে রয়েছে নিয়ম।
  • নিয়ম না মানলে রুষ্ট হন লক্ষ্মী।

সনাতন ধর্মে তুলসীকে পুজো করা হয়। লোকবিশ্বাস,মা লক্ষ্মী তুলসীতে বাস করেন। তুলসীর সঙ্গে যোগ রয়েছে বিষ্ণুর। কথিত আছে, তুলসী গাছ যেখানে বেড়ে ওঠে সেখানে নেতিবাচক শক্তি থাকে না। সাধারণত সব সনাতনীর বাড়িতেই থাকে তুলসী গাছ। তুলসী শুধু পুজোই করা হয় না তার পাতাও কাজে লাগে পুজোয়। তবে বাড়ির পুজোয় তুলসী পাতা রাখার বিশেষ নিয়ম রয়েছে। তুলসী পাতা ব্যবহারের সময় বিভিন্ন বিষয়ে খেয়াল রাখা দরকার। কারণ তুলসীর অপমান হলে রুষ্ট হন মা লক্ষ্মী। তাই তুলসী পাতা দিয়ে পুজো করার সময় নিয়মগুলি মাথায় রাখা জরুরি। 

ঠাকুরঘরে কতগুলি তুলসী পাতা রাখবেন? 

বাড়িতে পুজোর সময় ঠাকুরঘরে দুটি তুলসী পাতা রাখতে পারেন। এটা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বাড়ির মন্দিরে তুলসী পাতা রাখার বিশেষ নিয়ম রয়েছে। বাড়ির পূজা মন্দিরে সবসময় ৭টি তুলসীর ডাল রাখা শুভ বলে মনে করা হয়।

আরও পড়ুন

ঠাকুরঘরে তুলসী ক'দিন রাখা যায়?

তুলসী পাতার পবিত্রতা কমে না। তবে শুকিয়ে গেলে মূর্তির বা ঈশ্বরের পায়ের কাছ থেকে সরিয়ে নিন পাতা। তাজা তুলসী পাতা ছেঁড়া থাকলেও দেওয়া উচিত নয়। 

সাদা বা লাল তুলসী

রাম বা সাদা তুলসী- সাদা তুলসীর পাতা সবুজ এবং মিষ্টি। এই তুলসী ভগবান শ্রী রামের খুব প্রিয়। ঘরে রাম তুলসী গাছ লাগালে সুখ, শান্তি ও ধন আসে। এটি বাড়িতে থাকা খুব শুভ।

শ্যাম বা লাল তুলসী: বাড়িতে লালা তুলসী থাকলে যেমন খুব শুভ, তেমনি আয়ুর্বেদিক গুরুত্বও রয়েছে। লাল তুলসী ওষুধে তৈরিতে ব্যবহৃত হয়। শ্যাম তুলসী পাতা কালো বা বেগুনি রঙের হয়। এটি শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত।

অনেক ধরনের তুলসী থাকলেও বাড়ির পুজা মন্দিরে শুধু রাম বা শ্যামা তুলসীই ব্যবহার করা হয়। এতে পোকা লেগে থাকলে বা ছেঁড়া থাকলে চলবে না।

তুলসী পাতা কোন দেবদেবীদের দেওয়া যাবে না?

Advertisement

ধর্মীয় বিশ্বাস অনুসারে,তুলসী পাতা বিশেষভাবে শ্রীকৃষ্ণকে নিবেদন করা হয়। এছাড়া দেবী লক্ষ্মী এবং বিষ্ণুকেও তুলসী নিবেদন করা হয়। কিন্তু শিব ও গণেশকে তুলসী নিবেদন করা হয় না।

Read more!
Advertisement
Advertisement