Advertisement

Vastu Tips For Money: সৌভাগ্য ফেরাবে তেজপাতা, এই টোটকাতেই পাবেন মা লক্ষ্মীর কৃপা

টাকার প্রয়োজন কার নেই বলুন তো। সকলেই চায় বিলাসবহুল জীবন যাপন। আর তার জন্য অর্থের প্রয়োজন। তবে অনেক সময়ই দেখা গিয়েছে যে পরিশ্রম করার পরও সেভাবে অর্থ আসছে না। এর জন্য বাস্তুদোষ দায়ী হতে পারে। বাড়ি থেকে বাস্তু দোষ হওয়ার একাধিক কারণ রয়েছে, রয়েছে বাস্তু দোষ দূর করার অনেক উপায়ও।

বাস্তু টিপসবাস্তু টিপস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Oct 2025,
  • अपडेटेड 6:53 PM IST
  • তবে অনেক সময়ই দেখা গিয়েছে যে পরিশ্রম করার পরও সেভাবে অর্থ আসছে না।

টাকার প্রয়োজন কার নেই বলুন তো। সকলেই চায় বিলাসবহুল জীবন যাপন। আর তার জন্য অর্থের প্রয়োজন। তবে অনেক সময়ই দেখা গিয়েছে যে পরিশ্রম করার পরও সেভাবে অর্থ আসছে না। এর জন্য বাস্তুদোষ দায়ী হতে পারে। বাড়ি থেকে বাস্তু দোষ হওয়ার একাধিক কারণ রয়েছে, রয়েছে বাস্তু দোষ দূর করার অনেক উপায়ও। যদি আপনার আর্থিক অগ্রগতি বন্ধ হয়ে যায় বা অর্থের প্রবাহে বারবার বাধা আসে, তবে অবশ্যই তেজপাতা ব্যবহার করে এই প্রতিকারগুলি চেষ্টা করুন। রইল জ্যোতিষ শাস্ত্রীয় প্রতিকার। সামান্য তেজপাতা দিয়েই বাড়ির বাস্তু কাটানো যায় আর হাতে থাকে অঢেল টাকা। 

কী কী লাগবে
এর জন্য প্রয়োজন খুব সামান্য তিনটি জিনিস৷ একটি প্রদীপ, সলতে, সরিষার তেল৷ সঙ্গে প্রয়োজন ১১টি লবঙ্গ, ১টি তেজপাতা এবং কর্পূর। প্রদীপের আলোয় এই উপকরণগুলি একসঙ্গে জ্বালান৷ তারপরে সেই ধোঁয়া ঘুরে ঘুরে পৌঁছে দিন ঘরের প্রতিটি কোণে। এটিতে সংসার থেকে অশুভ শক্তির প্রভাব দূর করে বলে বিশ্বাস করা হয়।

খারাপ শক্তিকে দূরে রাখবে
তেজপাতা পোড়ানোর ধোঁয়া খারাপ শক্তি দূর করে। তাছাড়া এর প্রভাব অশান্ত মনকে শান্ত করে। কর্পূর দিয়ে লবঙ্গ পোড়ানো বাস্তু মতে খুবই শুভ। এই পবিত্র ধোঁয়া অ্যান্টিসেপটিকও বটে। এই ধোঁয়ার প্রভাবে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয় বলে মনে করা হয়। 

তেজপাতা ও শুকনো লঙ্কার টোটকা 
প্রতি শনিবার ৫টি তেজপাতা ভাজুন। তারপর ভাজুন ৫টি শুকনো লঙ্কা। তারপরে সেই ধোঁয়া ছড়িয়ে দিন সারা ঘরে। এই ধোঁয়ার প্রভাবে সমস্ত সমস্যা দূর হয় বলে মনে করা বয়। বন্ধ হয় দাম্পত্য কলহ। অনেক সময় দুঃস্বপ্নের কারণে রাতে ভাল ঘুম হয় না। বাস্তুশাস্ত্র অনুসারে বালিশের নিচে তেজপাতা রাখুন। দুঃস্বপ্নের সমস্যা কমে যাবে। অন্যান্য সমস্যাও কমে।

আর্থিক সমস্যা দূর
অনেক সময় দেখা যায় হাতে টাকা নেই। প্রতি শুক্রবার তেজপাতা দিয়ে মা লক্ষ্মীর পা স্পর্শ করুন এবং তারপরে সেটি পার্সে রাখুন। আর্থিক সমস্যা দূর হবে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement