Advertisement

Vastu Tips: ঘরের এই দিকে ভুলেও রাখবেন না ফ্রিজ-টিভি-সোফা, বাস্তু দোষে সব হারাবেন

বাড়ির ভিতরের জিনিসগুলিও যদি সঠিক দিকে না রাখা হয়,তাহলেও বাস্তু দোষ হয়। এই প্রতিবেদনে তুলে ধরা হল বাড়ির কোথায় কোথায় ফ্রিজ, টিভি এবং সোফা রাখলে ইতিবাচক শক্তি আসবে। সুখ-সমৃদ্ধি থাকবে ঘরে। 

Vastu Tips বাস্তু টিপস।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 15 Jan 2023,
  • अपडेटेड 10:04 PM IST
  • বাস্তু শাস্ত্র মেনে ঘরে রাখুন ফ্রিজ, টিভি ও সোফা।
  • ঘরে আসবে ইতিবাচক শক্তি।

অনেক সময় পরিশ্রম করেও সাফল্য মেলে না। আবার অনেক সময় হতাশা-দুঃখ ঘিরে ধরে। কোনও কারণ ছাড়াই কাজে আসে বাধা। এমন সমস্যা থাকলে শুধু যে পরিশ্রম করেই ফল আসবে এমন নয়। বরং যে বাড়িতে থাকছেন তাঁর উপরেও নির্ভর করে অনেক কিছু। কারণ বাড়িতে ইতিবাচক শক্তি থাকলেই আসে সাফল্য। তাই মানুষের জীবনে বাস্তুর বিশেষ গুরুত্ব রয়েছে। যদি বাড়ি বা কাজের জায়গা বাস্তু অনুসারে তৈরি না হয়, তাহলে জীবনে দারিদ্র্য ও হতাশা থাকে। অর্থনৈতিক অবস্থাও খারাপ হতে থাকে। এমনকি বাড়ির ভিতরের জিনিসগুলিও যদি সঠিক দিকে না রাখা হয়,তাহলেও বাস্তু দোষ হয়। এই প্রতিবেদনে তুলে ধরা হল বাড়ির কোথায় কোথায় ফ্রিজ, টিভি এবং সোফা রাখলে ইতিবাচক শক্তি আসবে। সুখ-সমৃদ্ধি থাকবে ঘরে। 

সোফা রাখার দিক- বাস্তুশাস্ত্র অনুসারে ড্রয়িং রুমে সোফা দক্ষিণ বা পশ্চিম দিকে রাখা উচিত। এতে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে। সেই সঙ্গে বাড়ির সদস্যদের জীবনে কখনও দারিদ্র্য থাকে না। লক্ষ্মীর সবসময় থাকেন ঘরে।

টিভি রাখার দিক- বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির পূর্ব দিকের দেওয়ালে টিভি রাখতে হবে। লিভিং এরিয়া এবং ড্রয়িং রুমেও অনেকে টিভি রাখেন। সেক্ষেত্রে পূর্ব দিকে টিভি লাগানো যেতে পারে। বাস্তু অনুসারে, পূর্ব দিকে মুখ করে টিভি দেখলে ইতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে বাড়ির সদস্যদের জীবনে আসে সুখ-সমৃদ্ধি। বাস্তু দেবতারাও খুশি থাকেন।

ফ্রিজের সঠিক দিক- বাস্তুশাস্ত্র অনুসারে ফ্রিজ উত্তর-পূর্ব দিকে রাখা উচিত নয়। সেই সঙ্গে বাড়ির দেওয়াল এবং কোণ থেকে কমপক্ষে এক ফুট দূরে রাখতে হবে ফ্রিজ। এছাড়া ফ্রিজ পশ্চিম দিকে রাখা যেতে পারে। এতে বাস্তু দেবতারা খুশি থাকেন। সেই সঙ্গে বাড়ির সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে। ফ্রিজ দরজার সামনে রাখা উচিত নয়। বাস্তু মতে দরজার সামনে ফ্রিজ রাখলে ইতিবাচক শক্তির প্রবাহ বাধাগ্রস্ত হয়।

Advertisement

ফ্রিজের কাছে মাইক্রোওয়েভ ও রান্নার গ্যাস রাখা উচিত নয়। কারণ গ্যাসের ওভেন আগুনের উপাদানের প্রতিনিধিত্ব করে। আর জলের উপাদানের প্রতিনিধিত্ব করে ফ্রিজ। সেজন্য এই দুটিকে সঠিক দূরত্বে রাখতে হবে। ভুল করেও রেফ্রিজারেটর উত্তর-পূর্ব বা দক্ষিণ-পশ্চিম কোণে রাখা উচিত নয়। কারণ এতে বাস্তু দোষের সৃষ্টি হয়।

আরও পড়ুন- মানি প্ল্যান্ট রেখেও টাকা আসছে না? গাছে বাঁধুন এই জিনিস

 

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement