Advertisement

Vastu Tips: বাড়ির মেন গেট কোন দিকে থাকলে জীবনে টাকার অভাব হবে না? জানুন

সবাই চান মাথার উপর একটা ছাদ হোক। তার ছায়ায় শান্তিতে যেন পরিবারের সকলে থাকতে পারে। কিন্তু মুশকিল হল, বাড়ি বা ফ্ল্যাটের দরজা যদি ঠিক দিকে না থাকে, তাহলে সমস্যা হতে পারে। জীবনকে ঘিরে ধরতে পারে অশান্তি। হাত থেকে বেরিয়ে যেতে পারে টাকা। তাই বাস্তুশাস্ত্র মতে, বাড়ি তৈরির সময় মূল দরজা ঠিক দিকে তৈরি করা উচিত। শুধু তাই নয়, ফ্ল্যাটের মূল দরজাও সঠিক দিকে থাকলে তবেই কেনা উচিত। এই নিয়মটা মেনে চললেই ঘরে নেগেটিভ এনার্জি প্রবেশ করবে না। সংসারে থাকবে শান্তি। হাতে আসবে টাকা। সবাই সুখে থাকবেন।

বাস্তু টিপসবাস্তু টিপস
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 19 Nov 2025,
  • अपडेटेड 1:21 PM IST
  • সবাই চান মাথার উপর একটা ছাদ হোক
  • বাড়ি বা ফ্ল্যাটের দরজা যদি ঠিক দিকে না থাকে, তাহলে সমস্যা হতে পারে
  • বাড়ি তৈরির সময় মূল দরজা ঠিক দিকে তৈরি করা উচিত

সবাই চান মাথার উপর একটা ছাদ হোক। তার ছায়ায় শান্তিতে যেন পরিবারের সকলে থাকতে পারে। কিন্তু মুশকিল হল, বাড়ি বা ফ্ল্যাটের দরজা যদি ঠিক দিকে না থাকে, তাহলে সমস্যা হতে পারে। জীবনকে ঘিরে ধরতে পারে অশান্তি। হাত থেকে বেরিয়ে যেতে পারে টাকা। তাই বাস্তুশাস্ত্র মতে, বাড়ি তৈরির সময় মূল দরজা ঠিক দিকে তৈরি করা উচিত। শুধু তাই নয়, ফ্ল্যাটের মূল দরজাও সঠিক দিকে থাকলে তবেই কেনা উচিত। এই নিয়মটা মেনে চললেই ঘরে নেগেটিভ এনার্জি প্রবেশ করবে না। সংসারে থাকবে শান্তি। হাতে আসবে টাকা। সবাই সুখে থাকবেন।

তাই আর সময় নষ্ট না করে জেনে নিন বাড়ির মূল দরজা কোন দিকে থাকলে কী হতে পারে-

পূর্ব দিকে মূল দ্বার

বাস্তুমতে প্রধান দরজা পূর্ব দিকে থাকলে সবথেকে ভাল হয়। তবে আপনার মঙ্গল যদি খারাপ হয়, তাহলে এই দিকে দরজা থাকলে বাড়তে পারে ঋণ। তাই এই বিষয়টা মাথায় রাখবেন।

পশ্চিম দিকে দরজা

মূল গেট যদি পশ্চিম দিকে হয়, তাহলে তা খুবই শুভ। এর ফলে হাতে আসবে টাকা। তবে আপনার যদি বুধ ঠিক না থাকে, তাহলে হাতে টাকা থাকবে না।

উত্তর দিকে মূল দ্বার

জীবনে উন্নতি করতে চাইলে ঘরের দরজা রাখতেই পারেন উত্তর দিকে। তবে এই দ্বারের সামনে যদি কোনও বাধা থাকে, তাহলে আর্থিক সমস্যা আসতেও পারে।

দক্ষিণ দিকে দরজা

বাস্তু মতে, এই দিকে মূল দরজা থাকলে জীবনে সংঘর্ষ বেড়ে যেতে পারে। তবে আপনার যদি শনি এবং মঙ্গল ঠিক থাকে, তাহলে এই দ্বারের জন্য উন্নতিও হতে পারে।

দক্ষিণপূর্ব কোণ

এই কোণে মূল দরজা হলে জীবনে টাকার কোনও অভাব থাকার কথা নয়। এমনকী সংসারে শান্তিও বজায় থাকে।

উত্তরপূর্ব কোণ

এই দিকে দরজা থাকলেও ভীষণই লাভ পাবেন। সম্পদে ভরে উঠবে ঘর। তবে আপনার বৃহস্পতি ঠিক না থাকলে এই দিকে দরজার জন্য শরীর খারাপ হতে পারে।

Advertisement

কোন নিয়মে মূল দরজা জীবনে সৌভাগ্য বয়ে আনে?

বাস্তু মতে, আপনাকে ঘরের দরজা সবসময় পরিষ্কার রাখতে হবে। দরজায় আপনি ঝোলাতে পারেন আম পাতা। পাশাপাশি দরজার ভিতরের দিকে গণেশের ছবি রাখতে পারেন। তাহলেই জীবনে সমস্যার অবসান হবে। আপনার হাতে থাকবে টাকা। তাই এই কয়েকটি নিয়ম মেনে চলুন।

Read more!
Advertisement
Advertisement