Advertisement

Vastu Tips For Bathroom: বাথরুমে ভুলেও এই জিনিসগুলি রাখবেন না, কাঙাল হবেন এক রাতে

অনেক সময় দেখা যায় যে আমরা চেষ্টা করেও অর্থ উপার্জন করতে পারি না। বা টাকা রোজগার করলেও সেই অর্থ আমাদের হাতে থাকে না। নানা দিক থেকে খরচ হয়েই যায়। এর কারণ হতে পারে বাস্তু দোষ।

বাথরুমের বাস্তুবাথরুমের বাস্তু
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Nov 2025,
  • अपडेटेड 7:02 PM IST
  • অনেক সময় দেখা যায় যে আমরা চেষ্টা করেও অর্থ উপার্জন করতে পারি না।

অনেক সময় দেখা যায় যে আমরা চেষ্টা করেও অর্থ উপার্জন করতে পারি না। বা টাকা রোজগার করলেও সেই অর্থ আমাদের হাতে থাকে না। নানা দিক থেকে খরচ হয়েই যায়। এর কারণ হতে পারে বাস্তু দোষ। নিজেদের অজান্তেই অনেক সময় আমরা বাড়িতে বাস্তুদোষ ঘটিয়ে ফেলি। আজ আমরা আলোচনা করব বাথরুমের বাস্তু নিয়ে। জেনে নিন বাথরুমের বাস্তু ঠিক কেমন হলে আর্থিক সংকট কাটিয়ে ওঠা যায়।

বাস্তুশাস্ত্রে বাথরুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাথরুমকে নেগেটিভ এনার্জির আধার বলে মনে করা হয়। এই কারণে আগেকার দিনে বাথরুম মূল বাসভবনের থেকে বিচ্ছিন্ন ভাবে থাকত। কিন্তু এখনকার দিনে তা সম্ভজব নয়। এই অবস্থায় জেনে নিন বাথরুমের নেগেটিভ এনার্জিকে কাটতে কী করা জরুরি।

বাথরুমের বাস্তু টিপস

-প্রথমেই যা মাথায় রাখতে হবে, তা হল বাথরুম যেন কখনোই বাড়ির উত্তর-পূর্ব দিকে না থাকে। বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে বাথরুম না থাকা ভালো।

-বাড়ির যেদিকে বাথরুম আছে, সেদিকে কখনোই বাসনপত্র বা তামার তৈরি কোনও জিনিস রাখবেন না।

-বাথরুমে দক্ষিণ-পূর্ব দিকে কোনও কল লাগাবেন না।

-বাথরুমে অনেকেই আয়না লাগিয়ে রাখেন। মনে রাখবেন বাথরুমে আয়না লাগানো বাস্তুমতে অত্যন্ত অশুভ।

-বাথরুমে টয়লেট ও স্নানের জায়গা একদম একসঙ্গে থাকা উচিত। এই দুই স্থানকে সামান্য হলেও আলাদা রাখুন। স্নান করার জায়গা হল পবিত্র, সেখানে কমোড রাখা ঠিক নয়।

-বাথরুম ও টয়লেট সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন।

-সিঁড়ির নীচে ভুলেও বাথরুম বানাবেন না।

 বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির উত্তর দিকে বাথরুম বানানো শুভ।

-শ্যাম্পু ও সাবান আলাদা আলাদা না রেখে এক জায়গায় রাখুন।

-বাথরুমের মেঝে বেশি চকচকে না হওয়াই ভালো।

-সমুদ্র নীল রং বাথরুমের দেওয়ালে লাগান। এর ফলে শুভ শক্তি বজায় থাকবে।

Advertisement
Read more!
Advertisement
Advertisement