Advertisement

Tulsi Vastu Tips: তুলসী গাছ শুকিয়ে গেলে কী করেন? ৯৯ শতাংশ লোকই ভুল জানে

Tulsi Vastu Tips: জ্যোতিষশাস্ত্রে তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। বাস্তুশাস্ত্রে ঘরে রাখা সবকিছুরই অবস্থান ও দিক মাথায় রাখা উচিত বলে মনে করা হয়। এর মধ্যে তুলসী গাছ অন্যতম। সাধারণ বিশ্বাস, তুলসী গাছে মা লক্ষ্মীর বাস। তাই গৃহস্থ পরিবারে তুলসী লাগালে তা ইতিবাচক শক্তি আসে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞেরা।

তুলসী গাছতুলসী গাছ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Aug 2025,
  • अपडेटेड 5:43 PM IST
  • জ্যোতিষশাস্ত্রে তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে।

জ্যোতিষশাস্ত্রে তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। বাস্তুশাস্ত্রে ঘরে রাখা সবকিছুরই অবস্থান ও দিক মাথায় রাখা উচিত বলে মনে করা হয়। এর মধ্যে তুলসী গাছ অন্যতম। সাধারণ বিশ্বাস, তুলসী গাছে মা লক্ষ্মীর বাস। তাই গৃহস্থ পরিবারে তুলসী লাগালে তা ইতিবাচক শক্তি আসে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞেরা। বাড়িতে তুলসী রাখা খুবই শুভ বলে মনে করা হয়। তুলসী গাছে সকাল-সন্ধ্যা ধূপ দেখানো, প্রদীপ জ্বালানো উচিত৷ প্রতিদিন তুলসী গাছের পূজা করলে তা আর্থিক লাভ আনে এবং বাড়িতে শান্তি বজায় থাকে। কিন্তু, মনে রাখবেন তুলসী সংক্রান্ত কিছু কাজও নিষিদ্ধ। 

তুলসী গাছ শুকিয়ে গেলে
জ্যোতিষীদের মতে, তুলসী রোপণ করা খুবই শুভ বলে মনে করা হয়।  কিন্তু তুলসী শুকিয়ে গেলে তা পরিবারের জন্য অশুভ ইঙ্গিত বলে মনে করা হয়। শুকনো তুলসী কখনওই ঘরে রাখা উচিত নয়। এতে সংসারে নেতিবাচক শক্তি আসে। তুলসী গাছ শুকিয়ে গেলে অবিলম্বে তা সরিয়ে ফেলুন এবং আরেকটি সুস্থ তুলসী গাছ লাগান।

শুকনো তুলসী গাছ পোড়াবেন না
বাড়িতে তুলসী গাছ শুকিয়ে গেলে তা কখনওই পোড়ানো উচিত নয়৷ যে কোনও জলে ফেলে দেওয়াও উচিত নয়। এই দু’টি কাজকেই অশুভ বলে মনে করা হয়। তুলসী গাছ দেহ রাখলে তা মাটিতে পুঁতে দেওয়াই নিয়ম।

কখন ছিঁড়তে নেই তুলসী পাতা
বাড়িতে তুলসী গাছ থাকলে অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। তুলসী গাছের পাতা প্রয়োজন হলে তবেই তলুন। রাতে ভুল করেও এই তুলসী পাতা ছিঁড়বেন না।
 

Read more!
Advertisement
Advertisement