Advertisement

Vastu Tips For Peacock feather: ব্যর্থতা-হতাশা দূর করতে ব্যবহার করুন ময়ূরের পালক, তবে সাবধান...

Vastu Tips: বাস্তুশাস্ত্রে ময়ূরের পালকের গুরুত্বের কথা বলা হয়েছে। তবে মনে রাখবেন, এটি কখনই বাড়ির উত্তর-পূর্ব দিকে রাখা উচিত নয়। নিজের বা পারিবারিক হতাশা, ব্যর্থতা দূর করতে অনেকে ময়ুরের পালক ব্যবহার করেন। সাফল্য এনে দেয় এটি। বাস্তু অনুসারে কীভাবে রাখবেন জেনে নিন।

বাড়িতে এভাবে ময়ূরের পালক রাখলেই সাফল্য, তবে সাবধান..বাড়িতে এভাবে ময়ূরের পালক রাখলেই সাফল্য, তবে সাবধান..
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Aug 2023,
  • अपडेटेड 11:43 PM IST
  • বসার ঘরের পূর্ব দেওয়ালে ময়ূরের পালক সাজাতে পারেন
  • শিক্ষার্থীরা তাদের বইয়ে বা পড়ার টেবিলে ময়ূরের পালক রাখবেন
  • রাশিতে রাহু দোষ থাকলে ময়ূরের পালক উত্তর-পশ্চিম দিকে রাখতে হবে

Peacock feather Vastu Tips: জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্রে ময়ূরের পালকের অনেক উপকারী গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে। বাস্তুশাস্ত্রে এটাও বলা হয়েছে যে ঘরে ময়ূরের পালক কোন দিকে রাখতে হবে। ময়ূরের পালক ভুল দিকে রাখলে ক্ষতি ও ঝামেলারও আশঙ্কা থাকে। আসুন জেনে নেওয়া যাক বাড়ির কোন দিকে ময়ূরের পালক রাখলে উপকার হয় আর কোন দিকে রাখলে ক্ষতি হয় বলে মনে করা হয়।

ময়ূর পালকে সাফল্য

বাস্তু ও জ্যোতিষ শাস্ত্র অনুসারে ঘরে ময়ূরের পালক রাখার অনেক গুরুত্ব ও উপকারিতা রয়েছে। এমনটা বিশ্বাস করা হয় যে নিজের ঘরে  ময়ূরের পালক দেবী সরস্বতীর কাছে  রাখলে জাতকের রাহুর মহাদশা চলা কালীন উপকার পাওয়া যায়। একইসঙ্গে, মন্দিরে দেবতাদের বাতাস দেওয়ার জন্য ময়ূরের পালক ব্যবহার করা হয়। বাড়িতে ময়ূরের পালক রাখা খুবই শুভ বলে মনে করা হয়। কৃষ্ণ মন্দিরে ময়ূরের পালক নিবেদন করলে সাফল্য আসবে বলে বিশ্বাস করা হয়।

পুজোর ঘরে ময়ূরের পালক রাখা উচিত নয়

বাস্তুশাস্ত্র অনুসারে , ময়ূরের পালক কখনই পুজোর ঘরে বা উপাসনালয়ে রাখা উচিত নয়। এতে  বাড়িতে ইতিবাচক শক্তি আসে না বলে বিশ্বাস করা হয়।

বাড়ির উত্তর-পূর্ব দিকে ময়ূরের পালক রাখা উচিত নয়

ময়ূরের পালক কখনই বাড়ির উত্তর-পূর্ব দিকে রাখা উচিত নয়। এতে অর্থনৈতিক ক্ষতি হতে পারে বলে ধারণা করা হয়। সেই সঙ্গে ঘরে নেতিবাচক শক্তিও আসতে শুরু করে। তাই ময়ূরের পালক সবসময় বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে রাখা উচিত।

সম্পদের স্থানে ময়ূরের পালক রাখা উচিত নয়

সম্পদের স্থানে কখনোই ময়ূরের পালক রাখা উচিত নয়। মা সরস্বতীর ছবির সামনে ময়ূরের পালক রাখা শুভ বলে কথিত আছে। এটি রাহু দোষ দূর করে বলে বিশ্বাস করা হয়।

ময়ূরের পালক কীভাবে রাখবেন?

১.  বাড়ির পূর্ব দিকে ময়ূরের পালক রাখা শুভ। উত্তর-পশ্চিম দিকেও রাখতে পারেন।

Advertisement

২. যাদের কুণ্ডলীতে রাহু দোষ আছে তাদের উচিত ময়ূরের পালক উত্তর-পশ্চিম দিকে রাখা। এতে রাহুর দোষ  কাটে।

৩. শোবার ঘরেও ময়ূরের পালক রাখতে হবে। এতে দাম্পত্য জীবনে সুখ ও শান্তি বজায় থাকে।

৪.  বসার ঘরের পূর্ব দেওয়ালে ময়ূরের পালক সাজিয়ে রাখলে ঘরে ইতিবাচকতা বজায় থাকে। 

৫. পড়ুয়ারা তাদের বইয়ে বা পড়ার টেবিলে ময়ূরের পালক রাখতে পারে। এতে পড়াশোনায় মনযোগ থাকে।

৬. ময়ূরের পালক রাখলে বাস্তুদোষও দূর হয়। শুধু ৮টি ছোট পালক একসঙ্গে বেঁধে দেওয়ালে রাখুন।

৭. পালকের গুচ্ছ এমন জায়গায় রাখুন যাতে সবাই দেখতে পায়। এতে ঘরে ইতিবাচকতা বজায় থাকে।


 

Read more!
Advertisement
Advertisement