Advertisement

Vastu Tips For Money: ঘরে সোফা এভাবে রাখলে, কখনও টাকার অভাব হবে না

Vastu Tips For Money:অনেকেই সোফা কোথায় রাখবেন তা ঠিক করার সময় বাস্তুর নিয়ম মানেন না। বাস্তুশাস্ত্র বলছে, সোফার দিক ঠিক থাকলে ঘরে ইতিবাচক শক্তি বাড়ে, সম্পর্ক মজবুত হয় এবং সমৃদ্ধিও আসে।।

Aajtak Bangla
  • দিল্লি ,
  • 29 Nov 2025,
  • अपडेटेड 1:37 AM IST

Vastu Tips For Money Keep Sofa In This Direction: বাড়ি কেনা বা তৈরি করার পর সবাই চান ঘরকে সাজিয়ে তুলতে। আর ঘর সাজানোর ক্ষেত্রে বসার ঘরের সোফা অন্যতম গুরুত্বপূর্ণ আসবাব। কিন্তু অনেকেই সোফা কোথায় রাখবেন তা ঠিক করার সময় বাস্তুর নিয়ম মানেন না। বাস্তুশাস্ত্র বলছে, সোফার দিক ঠিক থাকলে ঘরে ইতিবাচক শক্তি বাড়ে, সম্পর্ক মজবুত হয় এবং সমৃদ্ধিও আসে।

বাস্তু পরামর্শ অনুযায়ী যদি বাড়ির বসার ঘরের দরজা দক্ষিণে থাকে, তবে সোফা রাখতে হবে আগ্নেয় কোণে।অর্থাৎ দক্ষিণ-পূর্ব দিকে। এই দিক যোগাযোগ ও সম্পর্কের স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে বলে বিশ্বাস।

যদি বসার ঘরের প্রধান দরজা উত্তর বা উত্তর-পূর্বমুখী হয়, তাহলে সোফা রাখা উচিত উত্তর-পূর্ব দিকে। এই দিক মানসিক শান্তি, সৌভাগ্য ও ইতিবাচকতা বৃদ্ধির জন্য আদর্শ হিসেবে বিবেচিত।

আরও পড়ুন

যাদের বাড়ির মূল দরজা পূর্ব দিকে, তাঁদের জন্য বাস্তু নির্দেশ, সোফা রাখতে হবে দক্ষিণ বা পশ্চিম দিকে। এই দুই দিক পরিবারে স্থায়িত্ব আনতে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়াতে সহায়ক।

যদি বসার ঘরের দরজা পশ্চিম দিকে থাকে, তবে সোফার আদর্শ স্থান দক্ষিণ-পশ্চিম কোণ। এটি বাড়ির কর্তা বা পরিবারের বড়দের শক্তির কেন্দ্রকে স্থিতিশীল রাখে বলে ধরা হয়।

অন্যদিকে, বাড়ির বসার ঘরের প্রধান দরজা যদি পশ্চিমমুখী হয়, তাহলে সোফা রাখা উচিত পশ্চিম–উত্তর দিকে। বাস্তুশাস্ত্রের মতে, এই দিক অতিথি আগমন, সামাজিক সম্পর্ক ও সৌভাগ্য বৃদ্ধির সঙ্গে যুক্ত।

বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞদের মতে, সোফা শুধু একটি বসার আসবাব নয়, এটি বাড়ির শক্তির প্রবাহকে নিয়ন্ত্রণ করে। তাই ভুল দিক এড়িয়ে সঠিক কোণে সোফা রাখলে ঘরে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি বজায় থাকে।

 

Read more!
Advertisement
Advertisement