Advertisement

Vastu Tips: সকালে ঘুম থেকে উঠেই এই জিনিসগুলি দেখবেন না, খারাপ যাবে গোটা দিন

সকাল থেকে তাই ভাগ্যকে সঙ্গে নিয়ে নিন। ঘুম থেকে ওঠার সঙ্গে এমন কিছু করবেন না যাতে মা লক্ষ্মীর আশীর্বাদ থেকে বঞ্চিত হন।বাস্তুশাস্ত্র অনুসারে, সকালে চোখ খোলার পর কিছু জিনিস দেখা অশুভ।

সকালের বাস্তু টিপস।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 25 Jun 2022,
  • अपडेटेड 8:44 PM IST
  • কাল থেকে তাই ভাগ্যকে সঙ্গে নিয়ে নিন। ঘুম থেকে ওঠার সঙ্গে এমন কিছু করবেন না যাতে মা লক্ষ্মীর আশীর্বাদ থেকে বঞ্চিত হন।
  • বাস্তুশাস্ত্র অনুসারে, সকালে চোখ খোলার পর কিছু জিনিস দেখা অশুভ।


জীবনে সফল হতে  চান সব মানুষই। তাঁরা সুখ, সমৃদ্ধি এবং সাফল্য লাভ করতে চান। বিবিধ কারণে সবার পূরণ হয় না। এর পিছনে রয়েছে পরিশ্রমের সঙ্গে ভাগ্যও। যদি দু'টির মধ্যে একটিও না থাকে তাহলে সাফল্য মেলা কষ্টকর হয়। সকাল থেকে তাই ভাগ্যকে সঙ্গে নিয়ে নিন। ঘুম থেকে ওঠার সঙ্গে এমন কিছু করবেন না যাতে মা লক্ষ্মীর আশীর্বাদ থেকে বঞ্চিত হন।বাস্তুশাস্ত্র অনুসারে, সকালে চোখ খোলার পর কিছু জিনিস দেখা অশুভ।

১। বন্য প্রাণীর ছবি- অনেক বাড়িতে হিংস্র বা বন্য প্রাণীর ছবি বা অঙ্কন থাকে। সকালে ঘুম থেকে উঠলেই সেদিকে চোখ চলে যায়। এই ছবিগুলি নেতিবাচক। চোখ খুলেই এই ছবি দেখবেন না। ছবিগুলি ঘরের এমন জায়গায় রাখুন যাতে সকালে উঠেই নজর না পড়ে। 

২। ছায়া- সকালে ঘুম থেকে উঠে নিজের বা অন্য কারও ছায়ার দিকে তাকানো উচিত নয়। সূর্যোদয় দেখলে ছায়া পড়ে পশ্চিম দিকে। বাস্তু অনুসারে, ছায়াকে রাহুর চিহ্ন বলা হয়। এমন অবস্থায় পশ্চিম দিকে ছায়া দেখা খুবই অশুভ।

৩। এঁটো বাসন- সকালে এঁটো বাসন দেখবেন না। বাস্তু অনুসারে, রাতেই সমস্ত বাসন পরিষ্কার করে নেওয়া উচিত। 

৪। আয়না- সকালে কখনই আয়নার দিকে তাকাবেন না। সকালে আয়না দেখলে রাতের সব নেতিবাচকতা আয়না থেকে পাওয়া যায়।

সকালে ঘুম থেকে উঠে কী করবেন?

বাস্তু মতে, সকালে ঘুম থেকে ওঠার পর হাতের তালু দেখুন। হাতের তালুতে ঘনশ্যাম, সরস্বতী ও লক্ষ্মীর বাস। হাতের তালুকে পদ্ম বলা হয়। হাতের তালু দেখে ভগবানের নাম নিয়ে ফ্রেশ হয়ে নিন। তার পর আপনার দিনের নতুন শুরু করুন প্রার্থনা করে। এরপর জল খেয়ে সূর্যের দিকে তাকান। 

Advertisement

আরও পড়ুন- সূর্যাস্তের পর এই ৭ কাজে রুষ্ট হন লক্ষ্মী, সৌভাগ্য বদলে যায় অর্থকষ্টে

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement