Advertisement

Money Bag Purse Vastu Tips: পার্সে এভাবে টাকা রাখলে লক্ষ্মীর কৃপা থাকে, টাকার অভাব হয় না

Money Bag Purse Vastu Tips: অনেকেই পার্স বা মানি ব্যাগ টাকা পয়সা ছাড়াও আরও অনেক কিছু রাখেন। কিন্তু যে কোনও কিছু পার্সে রাখা উচিত নয়। বাস্তুশাস্ত্র বলছে, এমন অনেক জিনিস আছে যেগুলি পার্সে রাখলে বাস্তু দোষ তৈরি হয় এবং আর্থিক ক্ষতি হয়। চলুন জেনে নেওয়া যাক সেই জিনিসগুলি কী কী। 

পার্সে এভাবে টাকা রাখলে লক্ষ্মীর কৃপা থাকে, টাকার অভাব হয় নাপার্সে এভাবে টাকা রাখলে লক্ষ্মীর কৃপা থাকে, টাকার অভাব হয় না
Aajtak Bangla
  • দিল্লি,
  • 24 Aug 2025,
  • अपडेटेड 12:17 AM IST
  • পার্সে টাকা ছাড়া আর কী রাখেন?
  • কিছু জিনিস কখনওই রাখবেন না
  • হতে পারে আর্থিক ক্ষতি

Money Bag Purse Vastu Tips: প্রত্যেক মানুষই চান তাঁর পার্স বা মানি ব্যাগ যেন সবসময় টাকা পয়সায় ফুলে ফেঁপ থাকে। তার জন্য সারা জীবন প্রচুর পরিশ্রমও করেন মানুষ। কিন্তু কিছু জিনিস আছে, যেগুলি পার্সে রাখলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কা থাকে। 

অনেকেই পার্স বা মানি ব্যাগ টাকা পয়সা ছাড়াও আরও অনেক কিছু রাখেন। কিন্তু যে কোনও কিছু পার্সে রাখা উচিত নয়। বাস্তুশাস্ত্র বলছে, এমন অনেক জিনিস আছে যেগুলি পার্সে রাখলে বাস্তু দোষ তৈরি হয় এবং আর্থিক ক্ষতি হয়। চলুন জেনে নেওয়া যাক সেই জিনিসগুলি কী কী। 

ঠাকুরের ছবি - পার্সে দেবদেবীর ছবি প্রায় সবাই রাখেন। কিন্তু পার্স যেহেতু চামড়া দিয়ে তৈরি, তাই তাতে ঠাকুরের ছবি রাখা উচিত নয়। কারণ তাতে ভগবানের আশীর্বাদ তো মেলেই না, উল্টে তিনি রুষ্ট হতে পারেন।  

চাবি - অনেকে পার্স বা মানি ব্যাগে বাড়ি কিংবা আমারির চাবি রাখেন। কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী পার্সে কখনওই লোহার জিনিস রাখা উচিত নয়। তাতে নেতিবাচক শক্তির উৎপত্তি হয় এবং আর্থিক ক্ষতিরও আশঙ্কা থাকে। এছাড়া কখনও পার্স হারিয়ে বা চুরি হয়ে গেলে চাবিটিও আর পাবেন না। ফলে সমস্যায় পড়তে হবে। 

মৃত ব্যক্তির ছবি - অনেকেই পার্সে তাঁর স্বর্গীয় বাবা মা বা অন্য কোনও মৃত পরিজনের ছবি রাখেন। কিন্তু বাস্তু বলছে, এমনটা করা ঠিক নয়। 

পুরনো বিল - অনেকেই পার্সে পুরনো বিভিন্ন বিল রেখে দেন। কিন্তু বাস্তুশাস্ত্র বলছে, এর ফলে হতে পারে আর্থিক ক্ষতি। তাই পার্সে পুরনো খাবারদাবারের বিল, বা কোনও কিছু কেনাকাটার বিল অথবা অনেকদিন আগের টিকিট রাখবেন না। 

আর একটা বিষয় মাথায় রাখবেন। পার্সে সবসময় মূল্যের ক্রমানুসারে নোট রাখার চেষ্টা করুন। যেমন প্রথমে বড় অঙ্কের নোট, তারপর ক্রমশ ছোট অঙ্কের নোট রাখুন। তাতে লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকবে। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement