Advertisement

Money Plant Vastu Tips: ঘরে মানি প্ল্যান্ট থেকেও টাকা আসছে না? খালি গাছে বাঁধুন এই জিনিস

বাস্তুতে মানি প্ল্যান্টের নানা উপকারিতার কথা বলা হয়েছে। মানি প্ল্যান্ট থাকলে অর্থের সংকট হয় না। ঘরে থাকে শান্তি ও সুখ। জাগ্রত হয় শুক্র গ্রহ। শুক্রের কৃপা থাকলে সমৃদ্ধিতে ভরে ওঠে ঘর। তবে কয়েকটি নিয়ম মানা জরুরি।  

মানি প্ল্যান্টের বাস্তু টিপস। মানি প্ল্যান্টের বাস্তু টিপস।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 13 Jan 2023,
  • अपडेटेड 9:08 AM IST
  • বাস্তুতে মানি প্ল্যান্টের নানা উপকারিতার কথা বলা হয়েছে।
  • মানি প্ল্যান্ট থাকলে অর্থের সংকট হয় না।

ঘরে গাছপালা থাকলে আসে ইতিবাচক শক্তি। দূর হয় যাবতীয় নেতিবাচকতা। জীবনে আসে সুখ ও প্রশান্তি। মানি প্ল্য়ান্ট কেবল ঘরের সৌন্দর্য বাড়ায় না হাতে আসে অর্থ। বাস্তুশাস্ত্রে এই গাছকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বাড়িতে এই গাছ লাগালে নেতিবাচকতা দূর হয়। ঘরে আসে ইতিবাচক শক্তি। তবে বাস্তুশাস্ত্রে মানি প্ল্যান্ট রাখার কয়েকটি নিয়ম আছে। যা মেনে চললে সুখ ও সমৃদ্ধি আসে ঘরে। 

বাস্তুতে মানি প্ল্যান্টের নানা উপকারিতার কথা বলা হয়েছে। মানি প্ল্যান্ট থাকলে অর্থের সংকট হয় না। ঘরে থাকে শান্তি ও সুখ। জাগ্রত হয় শুক্র গ্রহ। শুক্রের কৃপা থাকলে সমৃদ্ধিতে ভরে ওঠে ঘর। তবে কয়েকটি নিয়ম মানা জরুরি।  

অভিমুখ

আরও পড়ুন

মানি প্ল্যান্ট সবসময় দক্ষিণ দিকে লাগান। কখনও উত্তর বা পূর্বে লাগাবেন না।

কোথায় রাখবেন

মানি প্ল্যান্ট কখনও প্লাস্টিকের পাত্র বা প্লাস্টিকের বোতলে রাখবেন না। সবুজ রঙের কাচের বোতলে বা মাটির পাত্রে লাগান মানি প্ল্যান্ট ।

ভূমি স্পর্শ নয়

মানি প্ল্যান্ট প্ল্যান্ট মাটিতে ছড়িয়ে যেতে দেবেন না। সবসময় উপরের দিকে রাখুন অভিমুখ। বড় লাঠির সঙ্গে বেঁধে দিতে পারেন। বা দড়ি দিয়ে বেঁধে রাখুন। যাতে লতা উপরের দিকে ওঠে। 

প্রতিকার

শুক্রবার মানি প্ল্যান্টে কাঁচা দুধ মিশিয়ে জল ঢালুন। এতে মা লক্ষ্মী খুশি হন। ঘরে আসে অর্থ।

বাস্ত মতে, মানি প্ল্যান্টে লাল রঙের সুতো বেঁধে রাখলে উপকার মেলে। দশকর্মার দোকানে পাওয়া যায় লাল সুতো। এই সুতোয় পুজোয় কাজে লাগে। সেটিই গাছে বেঁধে রাখুন। কর্মজীবনে দ্রুত অগ্রগতি হবে। সেই সঙ্গে ধন-সম্পদ ও খ্যাতি আসবে। কখনও আর্থিক সংকট আসবে না। চাকরি-ব্যবসায় আসা বাধা দূর হয়।

Advertisement
Read more!
Advertisement
Advertisement