Advertisement

Vastu Tips For Shravan Month: শ্রাবণ মাসে বাড়িতে তুলসীর সঙ্গে লাগান এই গাছগুলি, আসবে সুখ-অর্থ

শ্রাবণ মাস শুরু হচ্ছে ১৪ জুলাই। এ মাসে তুলসীর সঙ্গে বাড়িতে এই গাছগুলি লাগালে ইতিবাচক পরিবেশ থাকে। তাই তুলসী ছাড়াও একাধিক গাছ লাগাতে পারেন। বৃষ্টিতে বেড়ে উঠবে সেগুলি। 

বাস্তু টিপস।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 13 Jul 2022,
  • अपडेटेड 10:00 AM IST
  • শ্রাবণ মাসে তুলসী ছাড়াও একাধিক গাছ লাগাতে পারেন।
  • বৃষ্টিতে বেড়ে উঠবে সেগুলি। 

সনাতনী রীতিতে ঘরে তুলসী গাছ লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এখনও বহু বাড়িতে প্রতিদিন তুলসী গাছের পুজো করেন গৃহকর্ত্রীরা। সনাতনীদের বিশ্বাস,এর ফলে ঘরে ইতিবাচক শক্তির সঞ্চার হয়। বাড়িতে সুখ,সমৃদ্ধি ও সম্পদের অভাব হয় না। বাড়ির ভিতরে উত্তর-পূর্ব দিকে তুলসী গাছ লাগালে শুভ ফল মেলে। এছাড়া স্বাস্থ্যের দিক থেকেও তুলসী পাতা খুবই উপকারী। কিন্তু বাস্তু অনুসারে,তুলসী ছাড়াও বাড়িতে আরও একাধিক গাছ লাগালে সৌভাগ্য আসে। ইতিবাচক পরিবেশ থাকে ঘরে। শ্রাবণ মাসে তাই তুলসী ছাড়াও একাধিক গাছ লাগাতে পারেন। বৃষ্টিতে বেড়ে উঠবে সেগুলি। 

বৃহস্পতিবার, ১৪ জুলাই শুরু হচ্ছে শ্রাবণ মাস। শেষ হচ্ছে ১২ অগাস্ট। শ্রাবণ মাসকে শিবের মাস বলা হয়। এই মাসের প্রতি সোমবার মহাদেবের পুজো করলে কাঙ্ক্ষিত ফল মেলে বলে বিশ্বাস ভক্তদের। শ্রাবণের প্রথম সোমবার পড়েছে ১৮ জুলাই। এই মাসে বাড়িতে কয়েকটি গাছ লাগালে শুভ ফল পাওয়া যায়। 

ধুতরা 

ধুতরা ফুল শিবের খুব প্রিয়। এই ফুল দেওয়া হয় তাঁকে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে,ধুতরায় ভগবান শিব বাস করেন। এমনটা বিশ্বাস করা হয় যে মঙ্গলবার ও রবিবার ধুতরা গাছ লাগালে শিবের আশীর্বাদ মেলে। বাড়িতে ধন-সম্পত্তির বৃষ্টি হয়।

কলা গাছ

বাড়িতে কলা গাছ লাগানো শুভ বলে মনে করা হয়। এতে ঘরের নেতিবাচকতা দূর হয়। যদিও তুলসী এবং কলা গাছ একসঙ্গে লাগাবেন না। বাড়ির প্রধান দরজার বাম পাশে তুলসী এবং ডান পাশে কলাগাছ লাগাতে পারেন।

চাঁপা গাছ

বাস্তু মতে,শ্রাবণ মাসে ঘরে চাঁপা গাছ লাগালে খুব উপকার পাওয়া যায়। ঘরে উত্তর-পশ্চিম দিকে চাঁপা গাছ রোপন করুন। এই গাছ ঘরে থাকলে কখনও সংসারে অশান্তি হয় না। আর্থিক লাভও হয়। 

Advertisement

লজ্জাবতী 

শ্রাবণ মাসে বাড়িতে লাগান লজ্জাবতী গাছ। ঘরে লজ্জাবতী গাছ থাকলে সমৃদ্ধি হয় পরিবারের সদস্যদের। শনিদেবের আশীর্বাদ মেলে। ঘরে থাকে সুখ-শান্তি। 

আরও পড়ুন- এই তারিখগুলিতে জন্মানো মেয়েরা হন লক্ষ্মীর রূপ, বিরাট উন্নতি করেন বাবারা

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement