Advertisement

Vastu Tips For Success In Career: পড়াশুনোয় মন নেই, হচ্ছে না ভাল রেজাল্ট, এই বাস্তু টোটকায় আসবে সাফল্য

জের কেরিয়ার নিয়ে দুশ্চিন্তা দূর করতে হলে আজই বাস্তু সংক্রান্ত কয়েকটি বদল করুন। পড়ার ঘরে এই বদলগুলি করলেই পাবেন সাফল্য। নিজের সন্তানের পড়াশুনো নিয়ে চিন্তিত হলে মা-বাবারাও এই টোটকাগুলি কাজে লাগাতে পারেন। এই টোট

বাস্তু টিপস।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 02 Dec 2022,
  • अपडेटेड 10:15 PM IST
  • কেরিয়ারে সাফল্য আনার টোটকা।
  • রইল বাস্তুর উপায়।

কিছুতেই পড়ায় মন বসছে না? সব পড়া করে গিয়েও আসছে না সাফল্য? নিজের কেরিয়ার নিয়ে দুশ্চিন্তা দূর করতে হলে আজই বাস্তু সংক্রান্ত কয়েকটি বদল করুন। পড়ার ঘরে এই বদলগুলি করলেই পাবেন সাফল্য। নিজের সন্তানের পড়াশুনো নিয়ে চিন্তিত হলে মা-বাবারাও এই টোটকাগুলি কাজে লাগাতে পারেন। এই টোটকায় পড়াশুনোয় মনোযোগ ফিরবেই। সেই সঙ্গে সাফল্য়ও পাবেন শিক্ষার্থীরা।        

উত্তম রেজাল্টের জন্য কী করবেন?

- পড়ার টেবিলে সরস্বতীর মূর্তি বা ছবি রাখুন।
- দেওয়ালে হলুদ দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে দিন।
- পূর্ব দিকে মুখ করে পড়তে বসুন। উত্তর দিকেও মুখ করতে পারেন। পিছনে দেওয়াল থাকলে ভাল হয়। 
- পড়ার টেবিলে একটি গ্লোব রাখুন। মাঝে মাঝে সেটা ঘোরান। 
- সমস্ত বইয়ের মধ্যে রাখুন জাফরান।
- পড়ার পর বইগুলিকে রাখুন উত্তর-পূর্ব দিকে। 
- বইয়ের আলমারি থাকলে সেটা যেন পূর্ব বা উত্তর দিকে খোলে।
- রাতে বইগুলি আলমারিতে রাখুন। এদিক-ওদিক ফেলে রাখবেন না। 
- পড়ার সময়ে খালি বউয়ের আলমারি খোলা রাখুন।
- রাতে পড়ার শেষে ওঁ গণেশায় নমঃ জপ করে ঘুমিয়ে পড়ুন।

পড়ায় মনোযোগ দিতে কী করবেন? 

- টেবিলে ক্রিস্টাল মালা বা ক্রিস্টাল পিরামিড রাখুন।
- স্টাডি রুমের দরজায় আলো জ্বালান।
- আশেপাশে সবুজ গাছগাছালি রাখতে পারেন।
- সবুজ রঙের পড়ার টেবিলের ক্লথ ও ঘরের পর্দা ব্যবহার করুন। 
-  স্টাডি টেবিল সব সময় গুছিয়ে রাখুন।

পড়াশুনোয় দুর্বল হলে কী করবেন? 

- সকালে উঠে কালো তিল জলে দিয়ে স্নান করুন।
- স্টাডি টেবিলে তুলসী পাতা বা তুলসীর চারা রাখুন।
- সকালে মধু ও বাদাম খান।
- সকালে উঠে স্নান সেরে সূর্যকে জলের অর্ঘ্য দিন। ইতিবাচক শক্তি সঞ্চার হয়। 
-পড়াশোনায় সাফল্যের জন্য শিক্ষার্থীর ঘর পূর্ব, উত্তর অথবা ঈশাণ কোণে থাকলে, সূর্য, বুধ ও বৃহস্পতির আশীর্বাদ মেলে।
- সূর্য কিরণ পড়ার ঘরে ঢুকলে পজিটিভ এনার্জি আসে। তাই জানালা খোলা রাখুন। 
- স্টাডিরুমে সবুজ রং করালে সুফল পাবেন।
- পশ্চিম দিকে মাথা রেখে ঘুমোলে পড়াশোনার ইচ্ছা বাড়ে।
- পড়ার সময় ফিটকিরির টুকরো নিজের পকেটে রাখুন। এতে দুশ্চিন্তা দূর হয়। 
- কোলাহল থেকে দূরে বাড়ির কোনও শান্তিপূর্ণ জায়গা বেছে নিন।

Advertisement

আরও পড়ুন- ২০২৩ সাল দুর্ভাগ্যের বছর ৪ রাশির, জেরবার হবেন অর্থহানি-অশান্তিতে

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement