Advertisement

Vastu Tips Inauspicious Plants: বাড়িতে ভুলেও এই ৮ অশুভ গাছ রাখবেন না, কষ্ট-কলহে ভরে উঠবে জীবন

বাস্তু অনুসারে, প্রতিটি গাছ থেকে ইতিবাচক শক্তির প্রবাহ হয় না, এমন অনেক গাছ রয়েছে, যেগুলি রোপণ করলে ঘরে দুঃখ এবং দারিদ্রের আগমন শুরু হয়। তাই ভুলেও সেসব গাছ লাগানো উচিত নয়।

যে যে গাছ রাখবেন না বাড়িতে।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 08 Jul 2022,
  • अपडेटेड 2:12 PM IST
  • বাস্তু অনুসারে, প্রতিটি গাছ থেকে ইতিবাচক শক্তির প্রবাহ হয় না, এমন অনেক গাছ রয়েছে, যেগুলি রোপণ করলে ঘরে দুঃখ এবং দারিদ্রের আগমন শুরু হয়।
  • তাই ভুলেও সেসব গাছ লাগানো উচিত নয়।

বাড়ির ভিতরে ও বাইরে গাছ-গাছালি রাখা শুভ বলে মনে করা হয়। এতে করে শুধু ঘরকে সবুজ দেখায় না ইতিবাচক শক্তির প্রবাহও থাকে। ঘরকে সুন্দর করে তুলতে অনেকেই বিভিন্ন ধরনের গাছ লাগান। বাস্তুশাস্ত্রও মেনে চলেন। বাস্তু অনুসারে, প্রতিটি গাছ থেকে ইতিবাচক শক্তির প্রবাহ হয় না, এমন অনেক গাছ রয়েছে, যেগুলি রোপণ করলে ঘরে দুঃখ এবং দারিদ্রের আগমন শুরু হয়। তাই ভুলেও সেসব গাছ লাগানো উচিত নয়।

ক্যাকটাস 

ক্যাকটাস গাছ কাঁটায় পূর্ণ। যখনই কোনও ব্যক্তি এই গাছগুলির কাঁটা দেখেন, তখন তাঁর জীবনেও কাঁটা বা বাধা আসতে শুরু করেন। জীবনে আসে হতাশা। বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়িতে ক্যাকটাস গাছ লাগালে পরিবারে কলহের পরিবেশ বাড়ে। এ কারণে পরিবারে আর্থিক সংকট গভীর হয়। পারস্পরিক বিভেদ বাড়তে থাকে। তাই বাড়ির ভিতরে বা বাইরে ক্যাকটাস গাছ ভুলে লাগাবেন না।


কুল

কুল কে না খেতে পছন্দ করে, কিন্তু বাড়িতে কুল গাছ থাকা উচিত নয়। কুল গাছে থাকে কাঁটা। আর কাঁটাযুক্ত গাছ বাড়িতে রাখলে নেতিবাচক শক্তির সঞ্চার ঘটে। জীবনে বাধা বাড়তে থাকে। বাস্তু অনুসারে,কুল গাছ লাগালে ঘরে নেতিবাচক শক্তি আসে। ঘর ছেড়ে চলে যান দেবী লক্ষ্মী।

বনসাই

বনসাই গাছ বাড়িতে অনেকেই রাখেন। আপনার বাড়িতেও থাকলে ভুল করছেন। বনসাই প্রগতি রুখে দেয়। খোলা বাগানে রাখতে পারেন। তবে ঘরের মধ্যে বনসাই একদম নয়।  

লেবু ও আমলা 

লেবু গাছ এবং আমলা গাছ ভিটামিন সি-এর উৎস। চিকিৎসকরা এই দুটি জিনিসকে নিয়মিত খাদ্যের অংশ করার পরামর্শ দেন। এজন্য কখনই বাড়িতে বা বাইরে এই দুটি গাছ লাগাবেন না। বাস্তুশাস্ত্র অনুসারে, লেবু এবং আমলকির স্বাদ টক। যা সরাসরি একজন ব্যক্তির জীবনকে প্রভাবিত করে। এতে ঘরে থাকা মানুষের জীবনে মধুরতার পরিবর্তে অম্ল বাড়তে থাকে। বাড়ে পারস্পরিক বিবাদ।

Advertisement

বাবলা

আয়ুর্বেদ অনুসারে বাবলা গাছ মহাষৌধি। এর মধ্যে এমন অনেক উপকারী উপাদান রয়েছে, যা শরীরের ব্যথা দূর করতে সাহায্য করে। তবে এই গাছটি কখনই বাড়ির ভিতরে বা বাইরে লাগানো উচিত নয়। বাস্তুশাস্ত্র অনুসারে,বাবলা গাছে কাঁটা রয়েছে, যা বাধা বা নেতিবাচক শক্তি প্রেরণ করে। গাছটি বাড়ির ভিতরে বা বাইরে লাগান, তাহলে এই নেতিবাচক শক্তি আপনার বাড়িতেও প্রবেশ করতে শুরু করে। 

মেহেন্দি

মেহেন্দি গাছের পাতা ঘষে মহিলারা হাতে আঁকেন। সেই মেহেন্দি গাছ ঘরে রাখা অশুভ। এই গাছের আয়ুর্বেদিক গুণও বিবিধ। 

তেঁতুল

তেঁতুল গাছ দারুণ দেখতে। তবে ঘরে রাখা উচিত নয়। শাস্ত্র অনুসারে, তেঁতুল গাছে থাকে ভূত-প্রেত। তাই তেঁতুল গাছ ঘরের চৌহদ্দিতে রাখা উচিত নয়। তেঁতুল গাছের কাছাকাছি ঘর থাকাও অনুচিত। 

কার্পাস

কার্পাস থেকে তৈরি হয় তুলো। এই গাছ ঘরে লাগানো অশুভ বলে বিবেচিত হয়। 

আরও পড়ুন- তারাপীঠে বৈষ্ণব ও তন্ত্র মতে ভোগে কী কী দেওয়া হয় তারাকে?

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement