Advertisement

Vinayaka Chaturthi June 2021: এই পুজোয় সব সমস্যার সমাধান হয়! জানুন জৈষ্ঠ্য মাসের বিনায়ক চতুর্থীর দিনক্ষণ

বিনায়ক চতুর্থীর ((Vinayaka Chaturthi)) দিন ভক্তি মনে গণেশের পুজো করলে, জীবনের যে কোনও সমস্যার সমাধান হয়। শাস্ত্র মতে এদিন উপবাস করলে গণেশ ঠাকুরের সেই পরিবারে বিরাজ করেন এবংপরিবারের জন্য তা অত্যন্ত শুভ।

জুন মাসের বিনায়ক চতুর্থীর দিনক্ষণ  জুন মাসের বিনায়ক চতুর্থীর দিনক্ষণ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 May 2021,
  • अपडेटेड 4:32 PM IST
  • ভক্তি মনে গণেশের পুজো করলে, জীবনের যে কোনও সমস্যার সমাধান হয়।
  • প্রতি মাসের শুক্ল পক্ষের চতুর্থী তিথিকে বিনায়ক চতুর্থী বলে।
  • গণেশ তাঁর ভক্তদের জীবন থেকে সমস্ত প্রতিবন্ধকতা দূর করেন।

হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী প্রতি মাসে দুটি করে চতুর্থী তিথি থাকে। তার মধ্যে প্রতি মাসের শুক্ল পক্ষের চতুর্থী তিথিকে বিনায়ক চতুর্থী (Vinayaka Chaturthi) বলে। বিশ্বাস অনুসারে, এই দিন গণেশের (Ganesh) পূজা করলে মনোবাঞ্ছা পূরণ হয়। তবে ভাদ্র মাসে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ বিনয়ক চতুর্থী বা গণেশ চতুর্থী পালিত হয়। ধর্মীয় শাস্ত্র অনুসারে এই দিনটিতে গণেশের জন্মদিন হিসাবে পালন করা হয়।

বিনায়ক চতুর্থীকে ভরত বিনায়ক চতুর্থীও বলা হয়। মনে করা হয়, এদিন ভক্তি মনে গণেশের পুজো করলে, জীবনের যে কোনও সমস্যার সমাধান হয়। শাস্ত্র মতে এদিন উপবাস করলে গণেশ ঠাকুরের সেই পরিবারে বিরাজ করেন এবংপরিবারের জন্য তা অত্যন্ত শুভ। আগামী বিনায়ক চতুর্থী পড়েছে ১৪ জুন অর্থাৎ সোমবার। গনেশ সমস্ত বাধা- বিপত্তি দূর করেন। এই বিশেষ তিথিতে উপবাস পালন করলে,গণেশ তাঁর ভক্তদের জীবন থেকে সমস্ত প্রতিবন্ধকতা দূর করেন।

 

আরও পড়ুন


বিনায়ক চতুর্থীর দিনক্ষণ : (Vinayaka Chaturthi 2021 Date) 

জৈষ্ঠ্য মাসের শুক্ল চতুর্থী শুরু হচ্ছে ১৩ জুন সন্ধ্যা ৭.২৩ মিনিট নাগাদ এবং থাকবে ১৪ জুন সন্ধ্যা ৭.৪৫ মিনিট পর্যন্ত।  

বিনায়ক চতুর্থীর শুভ মুহূর্ত : (Vinayaka Chaturthi 2021 Muhurat) 

১৪ জুন, সকাল ১০.৫৮ থেকে দুপুর ১.৪৫ পর্যন্ত শুভ মুহূর্ত থাকবে। এছাড়া পুজোর বিশেষ সময় ২ ঘণ্টা ৪৭ মিনিট থাকছে। 

বিনায়ক চতুর্থীর গুরুত্ব : ((Vinayaka Chaturthi 2021 Importance) 

গনেশকে জ্ঞান, প্রজ্ঞা, সমৃদ্ধি এবং সৌভাগ্যের দেবতা হিসাবে পুজো করা হয়। কোনও শুভ কাজও গণেশের উপাসনা দিয়েই শুরু হয়।

পুজোর নিয়মবিধি 

এই দিন অনেকে উপবাস করে সমস্ত নিয়ম মেনে গণেশ পুজো করেন। এই পুজোয়, পঞ্চমৃত, চন্দনের গুঁড়ো, লাল জবা বা অন্য কোনও ফুল, দূর্বা, সিঁদুর, ধূপকাঠি, ধুনো ইত্যাদির প্রয়োজন হয়। সকালে স্নান করে মন্দির বা ঠাকুর ঘর পরিষ্কার করুন এবং গণেশের মূর্তি বসান। আগের মূর্তিতেই পুজো হলে সেটি পরিষ্কার করে নতুন বস্ত্রের ওপর রাখুন। কিংবা সুযোগ থাকলে গণেশকে নতুন বস্ত্র পরান। এবার প্রদীপ জ্বালিয়ে সিঁদুরের তিলক পরান গনেশকে। দূর্বা ও ফুল অর্পণ করুন বিনায়কের পায়ে। লাড্ডু বা মোদক অর্পণ করে নিষ্ঠা করে আরতি করুন।  

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement