
আজ সারা ভারতে পালিত হচ্ছে বিবাহ পঞ্চমী পর্ব। এই দিনটা ভগবান শ্রীরাম এবং মা সীতার বিবাহকে মাথায় রেখেই পালন করা হয়। হিন্দু মতে, এই পর্ব মার্গশীর্ষ মাসের শুক্ল পক্ষের তৃতীয় তিথিতে পালিত হয়। মনে করা হয়, এই দিন মিথিলা নগরের রাজা জনকের উপস্থিতিতে ভগবান রাম এবং সীতার ঐতিহাসিক বিবাহ সম্পন্ন হয়েছিল। যাকে 'দিব্য বৈবাহিক মিলন' বলে মনে করা হয়।
এই দিন অনেক পরিবারেই পুজাপাঠ হয়। বিবাহিত দম্পতীরা নিজেদের নিজেদের জীবনে, সংসারে সুখ-সমৃদ্ধি আনার জন্য এই দিনটা পালন করেন। তাদের আশীর্বাদ দেন রাম ও সীতা। আবার অপরদিকে অবিবাহিত যুবক-যুবতীরা দিনটি পালন করলে সঠিক জীবনসঙ্গী পান।
পৌরাণিক মতানুযায়ী, এ দিন পুজো করলে প্রেম এবং ভালোবাসা বাড়ে। জীবনে বাধা দূর হয়। তাই এই পুজোর নিয়ম জেনে নিন।
বিবাহ পঞ্চমীর তিথি (Vivah Panchami 2025 Tithi)
বিবাহ পঞ্চমীর তিথি গতকাল রাত ৯টা বেজে ২২ মিনিট থেকে শুরু হয়ে গিয়েছে। এই তিথি শেষ হবে ২৫ নভেম্বর রাত ১০টা বেজে ৫৬ মিনিটে।
শুভ যোগ কখন? (Vivah Panchami 2025 Shubh Yog)
এ বারের বিবাহ পঞ্চমীর দিনটা খুবই শুভ বলে মনে করা হচ্ছে। এ দিন শিববাস যোগ, ধ্রুব যোগ এবং সবার্থ সিদ্ধি যোগের সংযোগ নির্মান হতে চলেছে। এই কারণে দিনটিকে আরও বেশি মঙ্গলকারী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই দিন আপনি যদি শ্রীরাম এবং সীতা মায়ের পুজো করেন, তাহলে বিবাহিত জীবনের সব সমস্যার সহজ সমাধান করা যাবে।
পুজোর বিধি? (Vivah Panchami 2025 Pujan Vidhi)
এ দিনটা অত্যন্ত শুভ। এক্ষেত্রে সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরে পুজোর জায়গাটা স্বচ্ছ ফুল দিয়ে সাজিয়ে নিন। রাম ও সীতা মায়ের সামনে প্রদীপ জ্বালান। তারপর হলুদ, ফুল, ধূপ দিয়ে সেরে ফেলুন পুজো। এই সময় শান্ত মনে রাম-সীতার বিবাহের কথা পড়ুন এবং মন্ত্র পড়ুন। পরিবারের সুখ ও সমৃদ্ধি চান। তাহলেই আপনাদের মঙ্গল হবে।
কীভাবে করবেন পুজো? (Vivah Panchami 2025 Upay)