Advertisement

Silver Chain: গলায় রুপোর হার পরলে আজীবন সুখ-বিলাসিতা, বদলে যায় ভাগ্য

গলায় অনেকেই হার পরেন। মহিলাদের পাশাপাশি অনেক পুরুষও গলায় হার পরে থাকেন। কেউ গলায় সোনার হার পরেন, আবার কেউ গলায় রুপোর হার পরে থাকেন। জ্যোতিষ মতে, গলায় হার পরার আলাদা গুরুত্ব রয়েছে। 

প্রতীকী চিত্র।প্রতীকী চিত্র।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 09 Jul 2025,
  • अपडेटेड 3:57 PM IST
  • জ্যোতিষ মতে, রুপো ধারণ করলে যে কারও ভাগ্য বদলে যায়।
  • রুপো খুবই শুভ বলে বিশ্বাস করা হয়।
  • রুপোর হার পরলে জীবন বদলে যায়। 

গলায় অনেকেই হার পরেন। মহিলাদের পাশাপাশি অনেক পুরুষও গলায় হার পরে থাকেন। কেউ গলায় সোনার হার পরেন, আবার কেউ গলায় রুপোর হার পরে থাকেন। জ্যোতিষ মতে, গলায় হার পরার আলাদা গুরুত্ব রয়েছে। 

জ্যোতিষ মতে, রুপো ধারণ করলে যে কারও ভাগ্য বদলে যায়। রুপো খুবই শুভ বলে বিশ্বাস করা হয়। রুপোর হার পরলে জীবন বদলে যায়। 

রুপো কেন শুভ?

জ্যোতিষ মতে, রুপোর সঙ্গে চাঁদের বিশেষ যোগ রয়েছে। চাঁদ হল মনের শান্তি ও আবেগের প্রতীক। ফলে রুপোর হার গলায় পরলে মন শান্ত হবে। রুপো পরলে চাঁদের অবস্থান ভাল হবে। তাই গলায় রুপোর হার পরা খুবই শুভ বলে বিশ্বাস করা হয়। 

রুপোর হার পরলে কী হয়

* জ্যোতিষ মতে, রুপোর হার পরলে মন শান্ত থাকে। মানসিক শান্তি পাওয়া যায়। 

* রুপোর হার গলায় পরলে চাঁদের অবস্থান ভাল হবে। 

* গলায় রুপোর হার পরলে শুক্র মজবুত হয়। আর শুক্র শক্তিশালী হলে সুখ-সমৃদ্ধি বাড়ে। 

* গলায় রুপোর হার পরলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। জীবনে টাকার অভাব হয় না। 

* রুপোর হার গলায় পরলে দাম্পত্য সুখ বেড়ে যায়। 

* রাগ, ক্রোধ কমে যায় রুপোর হার গলায় পরলে। 

* রুপোর হার গলায় পরলে মহিলারাও উপকৃত হতে পারেন। 

* মহিলারা রুপোর হার গলায় পরলে সুখ-শান্তি পান। উন্নতি হয় জীবনে। 

* রুপোর হার গলায় পরলে আর্থিক পরিস্থিতির উন্নতি হয়। 

Read more!
Advertisement
Advertisement