Advertisement

Saraswati Puja 2024: সরস্বতী পুজোয় হলুদ রং দিয়ে এই কাজগুলি করলেই কপাল খুলবে, জানুন

হিন্দু ধর্মে হলুদ রং শুভ বলে মনে করা হয়। জ্যোতিষ মতে, বসন্ত পঞ্চমীতে হলুদ রঙের কয়েকটি টোটকা মেনে চললে শুভ ফল পাওয়া যায়। সেইসঙ্গে মা সরস্বতীর আশীর্বাদ লাভ হয়। এতে পড়াশোনায় সাফল্য আসবে। পাশাপাশি, জীবনে সুখ-সমৃদ্ধিতে ভরে যাবে। 

বিদ্যার দেবী হলেন মা সরস্বতী।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Feb 2024,
  • अपडेटेड 12:45 PM IST
  • সরস্বতী তুষ্ট হলেন বিদ্যা, জ্ঞান লাভ হয়।
  • হিন্দু ধর্মে হলুদ রং শুভ বলে মনে করা হয়।
  • জ্যোতিষ মতে, বসন্ত পঞ্চমীতে হলুদ রঙের কয়েকটি টোটকা মেনে চললে শুভ ফল পাওয়া যায়।

মা সরস্বতী হলেন বিদ্যার দেবী। সরস্বতী তুষ্ট হলেন বিদ্যা, জ্ঞান লাভ হয়। বুধবার সরস্বতী পুজো। কিছু নিয়ম মেনে সরস্বতী পুজো করলে উপকার পাওয়া যায়। ঘরে ঘরে এই পুজো হয়। আবার স্কুল, কলেজ-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজোর আয়োজন করা হয়। সরস্বতী পুজোর দিন নিয়ম মেনে অঞ্জলি দেন সকলে। মনে করা হয়, সরস্বতী পুজো মন থেকে ভক্তি ভরে প্রার্থনা করলে প্রসন্ন হন দেবী।


হিন্দু ধর্মে হলুদ রং শুভ বলে মনে করা হয়। জ্যোতিষ মতে, বসন্ত পঞ্চমীতে হলুদ রঙের কয়েকটি টোটকা মেনে চললে শুভ ফল পাওয়া যায়। সেইসঙ্গে মা সরস্বতীর আশীর্বাদ লাভ হয়। এতে পড়াশোনায় সাফল্য আসবে। পাশাপাশি, জীবনে সুখ-সমৃদ্ধিতে ভরে যাবে। 


তা হলে জেনে নিন, সরস্বতী পুজোর দিন হলুদ রঙের এই টোটকাগুলি মেনে চললেই উপকার পাবেন...

* সরস্বতী পুজোর দিন হলুদ কলা, হলুদ ডাল, হলুদ রঙের পোশাক কোনও গরিব মানুষকে দান করেন, তা হলে মা সরস্বতীর আশীর্বাদ পাওয়া যায়। এতে আপনার সন্তানের পড়াশোনা ভাল হয়। 

* জ্যোতিষ মতে, মা সরস্বতীকে হলুদ রঙের মিষ্টি দিলে শুভ ফল পাওয়া যায়। পুজোর পর সেই মিষ্টি সাত জন কুমারী মেয়ের মধ্যে ভাগ করে দিলে মা সরস্বতীর আশীর্বাদ লাভ হয়। 

* সরস্বতী পুজোর দিন হলুদ রঙের পোশাক পরা শুভ। এতে জীবনে সুখ-সমৃদ্ধি আসে। 

* সরস্বতী পুজোর দিন দ্বিমুখী প্রদীপ জ্বালিয়ে সরস্বতী কবচ মন্ত্র জপ করলে উপকার পাওয়া যায়। 

* বসন্ত পঞ্চমীতে দুধের মধ্যে হলুদ মিশিয়ে সেটা প্রথমে মা সরস্বতীর পা ছুঁয়ে তার পরে নিজের গায়ে লাগালে দাম্পত্য জীবন মধুর হয়। 

Advertisement

* পুজোর দিন মা সরস্বতীকে হলুদ রঙের মিষ্টি পোলাও ভোগ নিবেদন করলে সংসার সুখের হবে। 

* মা সরস্বতীর পায়ে ১০৮টি হলুদ ফুল নিবেদন করলে দেবীর আশীর্বাদ পাওয়া যায়। 

কখন পুজো করা ভাল? 

রবি যোগ ১৪ ফেব্রুয়ারি সকাল ১০টা ৪৩ মিনিট থেকে শুরু হবে। শেষ হবে ১৫ ফেব্রুয়ারি সকাল ৭টা পর্যন্ত। এই সময়ের মধ্যে মা সরস্বতীর পুজো করলে জ্ঞান লাভ হবে। পাশাপাশি, সুখ, সমৃদ্ধিতে ভরে উঠবে জীবন। সরস্বতী পুজোর সবচেয়ে ভাল সময় হল সকাল ৭টা ১ মিনিট থেকে দুপুর ১২টা ৩৫ মিনিট পর্যন্ত। এই সময়ে পুজো করাও শুভ। এই সময় পুজো করলে প্রসন্ন হবেন বিদ্যার দেবী।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement