Advertisement

Vastu Tips: বাড়ির বাস্তুতে এই দোষগুলি থাকলেই বিপদ, হতে পারে মারাত্মক রোগ

বাড়ির বাস্তুর উপর অনেক কিছু নির্ভর করে। বাস্তু ভাল হলে ঘরে সুখ-শান্তি বিরাজ করে। আর যদি কোনও বাড়িতে বাস্তু দোষ থাকে, তা হলে নানা ঝড়-ঝাপটার মুখে পড়তে হতে পারে। তাই বাস্তু মেনে বাড়ি কেনা বা বাড়ির বাস্তু ঠিক রাখা খুব জরুরি। 

টাকার টানাটানি, পেশায় সমস্যা? ভাগ্য ফেরাতে বাড়ির বাস্তুতে আনুন ৪ পরিবর্তন।টাকার টানাটানি, পেশায় সমস্যা? ভাগ্য ফেরাতে বাড়ির বাস্তুতে আনুন ৪ পরিবর্তন।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Jan 2024,
  • अपडेटेड 9:48 PM IST
  • বাড়ির বাস্তুর উপর অনেক কিছু নির্ভর করে।
  • বাস্তু ভাল হলে ঘরে সুখ-শান্তি বিরাজ করে।
  • যদি কোনও বাড়িতে বাস্তু দোষ থাকে, তা হলে নানা ঝড়-ঝাপটার মুখে পড়তে হতে পারে।

ঘর হল মন্দিরের মতো। তাকে অনেক যত্নে সাজিয়ে গুছিয়ে রাখতে হয়। দিনের শেষে বাড়িই তো সেরা ঠিকানা। তাই নিজের ঘর সবসময়ই সাজিয়ে রাখা উচিত। শুধু তাই নয়, পরিচ্ছন্ন রাখা উচিত। ঘর মনের মতো হলে দিনযাপনও মধুর হয়।

অনেকেই স্বপ্ন দেখেন নতুন বাড়ি হবে। সেই বাড়ি একেবারে মনের মতো হতে হবে। ইদানীং অনেকেই ফ্ল্যাট কিনছেন। ফ্ল্যাটকেও সুন্দর করে সাজানো যায়। তবে বাড়ি বা ফ্ল্যাট কিনলেই তো হবে না, দেখেশুনেই কেনা উচিত। মনের মতো বাড়ি যেমন দরকার, তেমন সেই বাড়িতে বাস্তু দোষ রয়েছে কি না, সেটাও যাচাই করা দরকার। কারণ, বাড়ির বাস্তুর উপর অনেক কিছু নির্ভর করে। বাস্তু ভাল হলে ঘরে সুখ-শান্তি বিরাজ করে। আর যদি কোনও বাড়িতে বাস্তু দোষ থাকে, তা হলে নানা ঝড়-ঝাপটার মুখে পড়তে হতে পারে। তাই বাস্তু মেনে বাড়ি কেনা বা বাড়ির বাস্তু ঠিক রাখা খুব জরুরি। 

বিশেষজ্ঞদের মতে, বাড়িতে বাস্তুদোষ থাকলে নানা রোগ থাবা বসাতে পারে। তাই বাড়ির বাস্তু ঠিক রাখা খুবই দরকার। আপনার বাড়ির বাস্তু ঠিক রয়েছে কিনা, তা যাচাই করে দেখে নিন। আর যদি কোনও অসুবিধা থাকে, তা হলে কী ভাবে প্রতিকার পাবেন, তা জেনে বাস্তু ঠিক করুন। 

বাড়ির বাস্তু দোষে কী কী রোগ হতে পারে?

* বাড়িতে উপরে ওঠার সিঁড়ি যদি পূর্ব এবং দক্ষিণ দিকে থাকে, তা হলে মূত্রনালী, যৌনাঙ্গ সংক্রান্ত রোগ হতে পারে। 

* সিঁড়ি যদি উত্তর-পূর্ব দিকে থাকে, তা হলে বাড়ির সদস্যদের মানসিক চাপ হতে পারে। 

*  বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে রান্নাঘর থাকলে বদহজমের সমস্যা হতে পারে। কিডনি সংক্রান্ত রোগেরও সম্ভাবনা রয়েছে। 

* বাড়িতে জলের উৎস পূর্ব দিকে থাকলে বাড়ির সদস্যরা ডিহাইড্রেশন, ডায়রিয়ার মতো সমস্যায় ভুগতে পারেন। 

* বাড়ির পশ্চিম দিকে জলের উৎস থাকলে থাইরয়েডের সমস্যা হতে পারে। 
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement