আশ্বিন মাসে হিন্দুরা দুর্গাপুজো করে তবে বাঙালির আদি দুর্গাপুজো হত এই চৈত্র মাসে। বাসন্তী পুজো বাংলার আদি দুর্গাপুজো বলে অনেকে মনে করেন। পুরানে আছে সমাধি নামক বৈশের সঙ্গে মিলে রাজা সুরথ বসন্তকালে ঋষি মেধসের আশ্রমে দেবী দুর্গার আরাধনা করেন যা পরে বাসন্তী পুজো নামে প্রসিদ্ধ হয়। হুগলি জেলার মাহেশে মায়ের স্বপ্নাদেশ পেয়ে বাড়ির মালিক শুরু করেন বাসন্তী পুজো। ইচ্ছে ছিল দুর্গাপুজো করার, কিন্তু তা সম্ভব হয়নি। চক্রবর্তী বাড়ির বাসন্তী পুজো এবছর ১৪ বছরে পদার্পণ করল।