আসানসোলের বার্নপুরে দামোদর নদীর ছট ঘাটে পৌঁছে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। ছট উৎসবে অংশ নিতে হাজার হাজার ভক্ত পৌছেছিলেন দামোদরের ছট ঘাটে। আর সেখানেই হঠাৎ হাজির হলেন বিজেপি বিধায়ক। ছত্রবতীদের সঙ্গে পালন করলেন সমস্ত আচার-নিয়ম। পুজো শেষে ভোগ বিতরণ করতেও দেখা গেল বিধায়ককে।