হুগলির ত্রিবেণী বেনীমাধবতলার দূর্গাপুজো প্রায় ৩০০ বছর আগে শুরু হয়েছিল। এখানকার পুজোর বিশষত্ব হল এখানে মা মহিষমর্দিনী রূপে অধিষ্ঠিতা। সঙ্গে থাকে জয়া বিজয়া। লক্ষী, গণেশ, কার্ত্তিক, সরস্বতী থাকেন না এই পূজায়। এই পুজোর সাথে জড়িয়ে চাঁদ সদাগরের নামও। জানুন সেই ইতিহাস।