মুর্শিদাবাদ জেলার অন্যতম প্রাচীন পুজো খড়গ্রাম থানার বালিয়া গ্রামের বুড়িমা ঠাকুরানি দুর্গা পুজো (Durga Puja 2021 )। পুজো শুরুর প্রথম দিকে বর্গীরা আক্রমণ করে চালি কেটে নিয়েছিল। তারপর থেকে কাটা চালিতেই বুড়িমা ঠাকুরানি পুজিত হয়ে আসছেন। দশমীতে মাকে বিদায় জানানোর আগে দেবীকে বরণ করা হয়। তবে মহিলারা নন, পুরুষরাই বরণ করেন। আগে শাড়ি পড়ে বরণ করা হত। এখন অবশ্য ধূতি পড়ে বরণ করা হয়। এদিন বিকেলে স্থানীয় কানা ময়ূরাক্ষী নদীতে বুড়িমা ঠাকুরানীকে বিদায় জানানো হয়।