আজ থেকে আড়াইশো বছর পূর্বে নিজেদের অস্তিত্ব রক্ষার তাগিদে একই সঙ্গে দেশবাসীকে বর্বর ইংরেজ শাসনের হাত থেকে রক্ষা করার আর্তি জানিয়ে চরম আর্থিক অনটনের মধ্যে ঘটে ও পট চিত্রে মা মহামায়া পুজো শুরু করেন কিছু ঘোষ পরিবার (Ghosh Family)। আরও পরে ঘোষেদের এই আদি পুরুষরা দামোদর পেরিয়ে মা মহামায়াকে সঙ্গে নিয়ে বাঁকুড়া (Bankura) জেলার পাত্রসায়র থানার পাঁচপাড়া গ্রামে বসতি স্থাপন শুরু করার পাশাপাশি এই গ্রামেই প্রতিষ্ঠা করেন আদ্যা শক্তি মহামায়া মন্দির। কাপড়ের ওপরে মা দুর্গার (Durga Puja) ছবি একে পুজো করা হয় মায়ের। আড়াইশো বছরের অস্তিত্ব টিকিয়ে রাখা আদ্যা শক্তি মহামায়া পূজার ইতিহাস । কেন মৃন্ময়ী মা চিন্ময়ী রূপে না হয়ে পটো চিত্রে পূজিত হন ? শুনুন সেই পৌরানিক ইতিহাস।