কৃষ্ণনগর, চন্দননগরের থেকে কোনও অংশে কম নয় শান্তিপুরের জগদ্ধাত্রী পুজো। যার সিংহভাগ সূত্রাগড় অঞ্চলের। আজ মহা অষ্টমীর দিনে পুজো পরিক্রমায় দেখুন চারটি বিখ্যাত পুজো। মুন্সিপাড়ার জগদ্ধাত্রী মাতা খান কদবেল মাখা, তামিলি পাড়ায় মায়ের সাজ ভক্তদের হাতেই, ব্যতিক্রমী ঊষাবর্ণা মা সুত্রাগড় লাল জগদ্ধাত্রী, রুপোর গয়না দিয়ে মোড়া রূপোকালী।