ঐতিহাসিক গুরুত্ব বুঝে ও বিভেদকামী শক্তির বিরুদ্ধে সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলে লড়াই করার ইতিহাস তুলে ধরতেই পূর্ব বর্ধমানের শহর বর্ধমানের মেহেদিবাগান বারোয়ারি শ্যামাপূজা কমিটির এবারের থিম "তিতুমীরের বাঁশের কেল্লা"। কালীপুজোর ৭৫বছর পূর্তিতে তারা মানুষের কাছে সম্প্রীতির বার্তা দিতে ও ইতিহাসকে তুলে ধরার লক্ষ্যে এবারের থিম বেছে নিয়েছেন তিতুমীরের বাঁশের কেল্লার আদলে।