সুবর্রেখার নদী গর্ভ থেকে পাওয়া পিতলের প্রতিমায় শ্বশান কালির ঐতিহ্যপূর্ন পুজো হচ্ছে ৪০ বছর ধরে। পাশে রয়েছে ওড়িশার এক ভক্তের দেওয়া তেরো ফুটের কষ্টি পাথরের শ্বশান কালির মুর্তি। ঝাড়গ্রামের বেলিয়াবড়া থানার আঁন্ধারিয়া গ্রামের বৈচিত্র্যপূর্ণ এই পুজো এখন পারিবারিক থেকে সর্বজনীন রূপ পেয়েছে। আঁন্ধারিয়া গ্রামের এই পুজোয় তিন প্রদেশের পূর্নার্থীরা আসেন। পুজোর দিন সীমান্ত বাংলা ছাড়াও পার্শ্ববর্তী ঝাড়খণ্ড ও ওড়িশার ভক্তদের সমাগম হয়।