আনুমানিক ৩২৫ বছর আগে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের পিতা রঘুরামের রাজত্বে জঙ্গলময় অঞ্চল ছিল চূর্ণী নদীর ধার। আর সেই জঙ্গলে থাকতো ডাকাতের দল। ডাকাত দলের সর্দার ছিলেন রণা ডাকাত। তিনি রণ পা দিয়ে ডাকাতি করতেন বলে তার নাম ছিল রণা ডাকাত। ডাকাতি করার আগে তিনি মা কালীকে পূজো করে বের হতেন। যেহেতু সমস্ত মনের ইচ্ছা সিদ্ধ করতেন মা কালী তাই তার কালী মায়ের নাম দিয়েছিলেন সিদ্ধেশরী মা।