ইংরেজবাজারের জহুরা কালী পুজো। এই পুজোর পরতে পরতে রয়েছে ইতিহাস। এখানে চণ্ডী রূপে পুজিত হন দেবী। হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের দেবীর প্রতি অসীম বিশ্বাস। তবে সূর্যাস্তের আগেই পুজো সম্পন্ন হয় এই কালী মন্দিরে। বৈশাখ মাসে এই মুখোশ কালী পুজো হয়। আর এই পুজো ঘিরে এলাকায় বসে মেলা।