প্রাচীন ঐতিহ্য ও নিয়ম মেনে, নিষ্ঠা সহকারে মুর্শিদাবাদ জেলায় যে কয়েকটি রাজা, জমিদার ও বনেদি বাড়িতে কয়েক শতাব্দী ধরে দুর্গা পুজো (Durga Puja 2021) হয়ে আসছে তাদের মধ্যে কাশিমবাজার ছোট রাজবাড়ির (Kasimbazar Rajbari) দুর্গা পুজো অন্যতম। রথের দিন কাঠামো পুজো দিয়ে পুজোর সূচনা হয়। দেবীকে বিদায় জানানোর পরে কাঠামো নিয়ে এসে রাজবাড়ীর নাট মন্দিরে রাখা হয়। রাজবাড়ীর পুরোহিত গোপাল রায় বলেন, রাজবাড়ির নিজস্ব পুঁথি অনুযায়ী পুজো হয়। সাতজন পুরোহিত একসঙ্গে পুজো করেন। সপ্তমী থেকে নবমী এই তিনদিন কুমারী পুজো হয়। রাজবাড়ীর বধূরা কুমারী পুজো করেন