Advertisement

অর্থনীতি

Petrol Diesel Price Hike: ব্যাপক ক্ষতির মুখে IOCL, BP, HCL, পেট্রল-ডিজেলের দাম বাড়ার আশঙ্কা

Aajtak Bangla
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 31 Jul 2022,
  • Updated 10:34 PM IST
  • 1/12

দেশে মূল্যবৃদ্ধি হাই লেভেলে পৌঁছে গিয়েছে। কিন্তু পেট্রোল-ডিজেলের দামে লোকেরা বেশ কিছুদিন ধরে স্বস্তিতে ছিল। এরই মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে যে ফের লাগাতার বেশ কিছুদিন ইন্ধনের দাম বাড়তে পারে। এমনই সংকেত মিলেছে।

  • 2/12

এমন এ কারণেই পাওয়া গিয়েছে যাতে কাঁচা তেল এর দাম বেড়ে যাওয়ার পরও তেল কোম্পানি গুলির দাম স্থির রেখে দিয়েছে, কমায়নি। যেখানে তাদের বাড়ছে বিগত বেশ কিছুদিনের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের পর ১৪ বার দেন কোম্পানিগুলি দাম বানিয়েছে। ফলে আশঙ্কা করা যাচ্ছে গোটা দেশেই এই দাম ফের বাড়বে কিনা

  • 3/12

১১৫ দিনে দামে বৃদ্ধি

আপাতত দেশে ১১৫ দিন পার হয়ে গিয়েছে। কিন্তু পেট্রোল এবং ডিজেলের দামে কোনও বৃদ্ধি হয়নি। গত ৬ এপ্রিলের পর থেকে এই দাম স্থির রয়েছে। যেখানে ক্রুড অয়েলের দাম এখনও পর্যন্ত ১৪৯ ডলার প্রতি ডলার পর্যন্ত পৌঁছে গিয়েছে।

  • 4/12

সেখানে এরপরে আন্তর্জাতিক স্তরে পেট্রল-ডিজেলের দাম কমেছে, সেখানে পেট্রোল ডিজেলের দাম বেড়েছিল। সরকার পেট্রোল ডিজেলের উপর এক সাইজ ডিউটি কমিয়েছে।

  • 5/12

প্রথমে ১৩৭ দিন স্থির ছিল দাম

এর আগে গত বছর দিওয়ালির সময় দেশে জনতাকে উপহার স্বরূপ সরকার উৎপাদন শুল্কে ছাড় দিয়ে পেট্রোল ডিজেলের দাম কমিয়েছিল। সবচেয়ে বিশেষ বিষয় হল যে এই দাম কমানো পর লাগাতার ১৩৭ দিন পর্যন্ত দেশে একই দাম বজায় ছিল।

  • 6/12

আন্তর্জাতিক স্তরে কাঁচা তেলের দামের বৃদ্ধির পরেও পেট্রোল-ডিজেলের দাম রেখেছিল ভারতীয় তেল বন্টন কোম্পানিগুলি। কিন্তু কতদিন তারা এভাবা চালাতে পারবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

  • 7/12

ভোটের পর লাগাতার ১৪ বার বৃদ্ধি

১০ মার্চ ২০২২ এ পাঁচ রাজ্যে নির্বাচনের ফলাফল ঘোষণা হয় এবং তারপর তেল কোম্পানিগুলি জ্বালানির দাম বাড়ানো শুরু করেছে। এরপর থেকে মোট ১৪ বার ১৬ দিনের মধ্যে দাম বেড়েছে।

  • 8/12

২২ মার্চ শুরু হয় দাম বাড়া। যা লাগাতার ৬ এপ্রিল পর্যন্ত চলে এবং পেট্রোল এবং ডিজেলের দাম ১৪ দফায় মোট ১০ টাকা পর্যন্ত বৃদ্ধি দেখতে পাওয়া গিয়েছে।

  • 9/12

ইন্ধনের দামে ক্ষতি বেড়ে চলেছে। ২৯ জুলাই ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে যে এপ্রিলে তাদের এক ১৯৯২.৫৩ কোটি টাকা পরিস্কার ক্ষতি হয়েছে। যেখানে এক বছর আগে এই সময় পর্যন্ত ৫৯৪১ কোটি টাকা লাভ হয়েছিল। গত বেশ কিছুদিন ধরে পিটিআইয়ের রিপোর্টে প্রায় ১০৭০০ কোটি টাকা ক্ষতি দেখানো হয়েছিল।

  • 10/12

১০ থেকে ১৪ টাকা প্রতি লিটারের ক্ষতি

সর্বজনীন ক্ষেত্রে এই তিন কোম্পানির পেট্রোল ডিজেল বিক্রি করে প্রতি লিটারে ১০ থেকে ১৪ টাকা করে ক্ষতি স্বীকার করছে। এই মুহূর্তে রিপোর্ট অনুযায়ী আইও সিএল এপ্রিল ত্রৈমাসিকে পেট্রোলে দশ টাকা প্রতি লিটার ক্ষতিতে বিক্রি করেছে। এছাড়া ডিজেল-এ বিক্রিতে তাদের ১৪ টাকা ক্ষতি হয়েছে। অন্য কোম্পানিগুলিও প্রায় কাছাকাছি ক্ষতিতেই চালিয়ে গিয়েছে।

  • 11/12

বেশ কিছুদিন ধরে চলতে পারে দাম বৃদ্ধি

বিশেষজ্ঞদের বক্তব্য হচ্ছে তেল কোম্পানিগুলি ক্ষতিপূরণের জন্য আসন্ন সময়ে বড় ঝটকা দিতে পারে। যদিও তেলের দাম সম্ভবত একবারে অনেকটা বাড়বে না।

 

  • 12/12

জানা গিয়েছে ১০ থেকে ১৫ দফায় ১টাকা-২ টাকা করে অল্প অল্প করে বাড়িয়ে দেওয়া হতে পারে। প্রতিদিন সকালে ছটার সময় পেট্রোল এবং ডিজেলের নতুন রেট জারি হয় দেশে অয়েল মার্কেটিং কোম্পানিগুলির তরফে।

Advertisement
Advertisement