কেন্দ্র সরকার অগাস্টে কেন্দ্রীয় কর্মচারীদের একটা বড় সুখবর দিতে চলেছে। আগামী মাসে কেন্দ্রীয় কর্মচারীদের DA-তে বড় হাইক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সঙ্গে তাদের বকেয়াও দিয়ে দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে এভাবে সরকার কর্মচারীদের ডবল তোফা দিতে পারে অগাস্টেই।
সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে বাড়ানো নিয়ে লম্বা সময় থেকে একটা টানাপোড়েন চলছিল। এই পরিস্থিতিতে অগাস্টে সরকার ডিএ বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা করতে পারে।
যদিও সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত এ নিয়ে পরিষ্কার করে কোন রকম বয়ান আসেনি। তবে ঘনিষ্ঠ সূত্রের খবর এ মাসেই হতে চলেছে অপেক্ষার অবসান।
এ বছর মার্চে বেড়েছিল ডিএ। সরকার কর্মচারীদের দিয়ে এ বছর মার্চে বাড়িয়েছিল ডিএ। তখন ডিএ ৩ শতাংশ বৃদ্ধি হয়েছিল।
যদিও কেন্দ্রীয় কর্মচারীদের ৩৪ শতাংশ দিয়ে বকেয়া রয়েছে বলে জানা গিয়েছে এবং সেটিই এ মাসে পেতে পারেন তারা।
বিয়ে কর্মচারীদের সেলারি স্ট্রাকচারের অংশ সরকার মূল্য বৃদ্ধির দলের হিসেবে দিয়ে ঠিক করে যাতে কর্মচারীদের লাইফস্টাইল প্রভাবিত না হয়
কেন কেন্দ্রীয় কর্মচার লম্বা সময় থেকে আঠারো মাসের বকেয়াডিয়ের দাবি করছেন কবিরের কারণে সরকার কর্মচারীদের জানুয়ারি ২০২০ থেকে জুন ২০২১ পর্যন্ত ডিএ হোল্ড করে দিয়েছে। কর্মচারীরা লাগাতার নিজেদের বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।
খবরের কথা যদি আমরা মেনে নিই তাহলে সরকার আগামী মাসে বকেয়া দিয়ে দিতে পারে ১১ শতাংশ দিয়ে জুড়ে সেই পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।
মূল্যবৃদ্ধির কারণে সরকার কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ-র বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন। মূল্যবৃদ্ধি লাগাতার ঘটতে থাকায় বেশ কিছু মাস থেকে রিজার্ভ ব্যাংকের পরিসংখ্যান থেকে বেড়ে গিয়েছে। আরবিআই মূল্যবৃদ্ধির দেওয়ার মানক দুই থেকে ছয় শতাংশ নির্ধারিত করে যেখানে ক্ষুদ্র মূল্য বৃদ্ধি ০১ শতাংশ হয়ে গিয়েছে।
কত হতে পারে লাভ? এআইসিপিআই এর অনুমান অনুযায়ী কেন্দ্রীয় কর্মচারীদের ডিএতে চার থেকে পাঁচ শতাংশ লাভ হতে পারে। যদি ৪ শতাংশ বৃদ্ধি হয় তাহলে ৩৮ শতাংশ হয়ে যাবে। যদি সরকার দিয়েছে ৪ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নেয় তাহলে কেন্দ্রীয় কর্মচারীদের স্যালারিতে জোরদার বৃদ্ধি হবে।
অধিকতম বেসিক স্যালারি ৫৬ হাজার ৯০০ টাকার হিসেবে ৩৪% দিয়ে উনিশ হাজার ৩৪৬ টাকা হয়, যদি চার শতাংশ বাড়ে তাহলে ৩৮ শতাংশ ২১ হাজার ৬২২ টাকা হয়ে যায়। অর্থাৎ স্যালারিতে ২২৭৬ টাকা প্রতি মাসে বেড়ে যাবে।