Advertisement

অর্থনীতি

Unemployment: দেশে ফের বাড়ল বেকারত্বের হার, ২ মাসে কাজ হারিয়েছেন ৭০ লাখ ভারতীয়

Aajtak Bangla
  • 11 Jan 2022,
  • Updated 3:36 PM IST
  • 1/7

প্রায় দু’বছরের করোনা মহামারীর ধাক্কায় বিশ্বের অনেক দেশেরই অর্থনীতি বিপর্যস্ত! ভারতের অর্থনীতিতেও মহামারীর ব্যাপক প্রভাব প্রড়েছে। গত দু’বছরে করোনার ফলে কাজ হারিয়েছেন বহু মানুষ।

  • 2/7

সংসার চালাতে পেশা বদলাতে বাধ্য হয়েছেন লক্ষ লক্ষ মানুষ। এই দু’বছরে দেশের লক্ষ লক্ষ মধ্যবিত্ত মানুষের সঞ্চয় তলানিতে এসে ঠেকেছে। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় গত বছরের মে মাসে দেশের বেকারত্বের হার সর্বোচ্চ সীমায় পৌঁছেছিল!

  • 3/7

অগাস্টের পর থেকে নভেম্বর পর্যন্ত দেশে কর্মসংস্থান কিছুটা বেড়েছিল। তবে জিসেম্বরে দেশে ফের বাড়ল বেকারত্বের হার। এমনই তথ্য উঠে এসেছে অর্থনৈতিক গবেষণা সংস্থা ‘সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি’র (CMIE) সাম্প্রতিক পরিসংখ্যানে।

  • 4/7

‘সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি’র (CMIE) সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, নভেম্বর-ডিসেম্বরে কাজ হারিয়েছেন দেশের প্রায় ৭০ লক্ষ কর্মী! সেপ্টেম্বর-অক্টোবর মাসে দেশে চাকুরিজীবী সংখ্যা ছিল প্রায় ৮ কোটি ৪০ লক্ষ। নভেম্বর-ডিসেম্বরে সেই সংখ্যা কমে ৭ কোটি ৭০ লক্ষে দাঁড়িয়েছে। অর্থাৎ, ২০২১ সালের শেষ দু’মাসে কাজ হারিয়েছেন ৭০ লক্ষ ভারতীয়।

  • 5/7

CMIE-র দেওয়া হিসাব অনুযায়ী, শতাংশের বিচারে দেশের বেকারত্বের হারও বেশ হতাশাজনক! নভেম্বরে দেশের বেকারত্বের হার ছিল ৬.৯৭ শতাংশ। ডিসেম্বরে সেটা বেড়ে হয়েছে ৭.৯১ শতাংশ। এর মধ্যে শহরের বেকারত্বের হার বেড়েছে ১.১ শতাংশ এবং গ্রামাঞ্চলে এই হার বেড়েছে ০.৮৭ শতাংশ।

  • 6/7

দেশের পাশাশাশি ডিসেম্বরে পশ্চিমবঙ্গেও বেকারত্বের হার সামান্য বেড়েছে। ডিসেম্বরে বাংলার বেকারত্বের হার ৭.৩ শতাংশ যা নভেম্বরের তুলনায় ০.৬ শতাংশ বেশি। তবে ডিসেম্বরের হিসাব অনুযায়ী, এ রাজ্যের কর্মসংস্থানের হাল এখন দেশের তুলনায় ভাল!

  • 7/7

CMIE-র দেওয়া হিসাব অনুযায়ী, সেপ্টেম্বর-অক্টোবর মাসে বাংলার বেকারত্বের হার ৬.৮ শতাংশ থেকে ১.২ শতাংশ কমে ৫.৬ শতাংশ হয়েছিল। রাজ্যে অনেকটাই বেড়েছিল কর্মসংস্থানের সুযোগ। কিন্তু তার পরই নভেম্বর-ডিসেম্বর মিলিয়ে বাংলার বেকারত্বের হার ১.৭ শতাংশ বেড়ে গিয়েছে।

Advertisement
Advertisement