Advertisement

SIP Risk: SIP সত্যিই 'সহি হ্যায়'? রিটার্নের লোভের নেপথ্যে যে ঝুঁকি, সাবধান করলে CA

এখন ভারতের একটা বড় অংশের মানুষ SIP তে বিশ্বাসী। তাই তো এখন ছোট বয়স থেকেই অনেকে এসআইপি শুরু করে দিচ্ছেন। সেটা বয়সকাল পর্যন্ত চালিয়ে যাওয়ারই প্ল্যান। যদিও নতুন একটি ২০ বছরের স্টাডি কিন্তু অন্য কথা বলছে। এই গবেষণা 'সিপ সাহি হ্যায়'-বক্তব্যের নির্যাসের উপরই প্রশ্ন তুলে দিয়েছে। এই গবেষণা দেখিয়ে দিয়েছে যে নতুন বিনিয়োগকারী এসআইপি নিয়ে যতটা উৎসাহী, রিটার্ন কিন্তু সবক্ষেত্রে ততটা ভাল নয়। উল্টে এতে ঝুঁকিও রয়েছে।

SIP ঝুঁকিSIP ঝুঁকি
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 05 Nov 2025,
  • अपडेटेड 1:14 PM IST
  • এখন ভারতের একটা বড় অংশের মানুষ SIP এ বিশ্বাসী
  • নতুন একটি ২০ বছরের স্টাডি কিন্তু অন্য কথা বলছে
  • এই গবেষণা 'সিপ সাহি হ্যায়'-বক্তব্যের নির্যাসের উপরই প্রশ্ন তুলে দিয়েছে

এখন ভারতের একটা বড় অংশের মানুষ SIP তে বিশ্বাসী। তাই তো এখন ছোট বয়স থেকেই অনেকে এসআইপি শুরু করে দিচ্ছেন। সেটা বয়সকাল পর্যন্ত চালিয়ে যাওয়ারই প্ল্যান। যদিও নতুন একটি ২০ বছরের স্টাডি অন্য কথা বলছে। এই গবেষণা 'সিপ সাহি হ্যায়'-বক্তব্যের নির্যাসের উপরই প্রশ্ন তুলে দিয়েছে। এটা দেখিয়ে দিয়েছে যে নতুন বিনিয়োগকারীরা এসআইপি নিয়ে যতটা উৎসাহী, রিটার্ন কিন্তু সবক্ষেত্রে ততটা ভাল নয়। উল্টে এতে ঝুঁকিও রয়েছে।

আর এই বিষয়টা নিয়ে চিন্তিত CA শ্রুতি ইনানিও। তিনি বলেন, '২০২১ সাল থেকে ১০০০ টাকা দিয়ে এসআইপি শুরু করি। তারপর থেকে নিয়মিত ইনভেস্টমেন্ট করি। তবে নতুন এই গবেষণা আমাকেও প্রশ্ন করতে বাধ্য করছে যে আমার পছন্দ ঠিক কি না!'

তিনি নিজের বক্তব্যে সিঙ্গাপুরের গবেষক রাজন রাজুর দীর্ঘমেয়াদি একটি গবেষণার কথা তুলে ধরেন। এই গবেষণায় ২০০৫ থেকে ২০২৫ পর্যন্ত NSE-এর পাঁচটি ইন্ডিসিসে এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের পারফর্মেন্স দেখা হয়। আর এই গবেষণাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। এই গবেষণা প্রশ্ন তুলে দেয় যে এসআইপি কি আদৌ ভালো রিটার্ন দেয়, এটাতে কি সত্যিই ঝুঁকি কম?

এতে দেখা যায় যে ৩ বছরের এসআইপি করার পর ৬ শতাংশের বেশি ক্ষেত্রে ক্ষতির আশঙ্কা থাকে। সেখানে লাম্পসামের (এককালীন লগ্নি) ক্ষেত্রে এই ক্ষতি হতে পারে মাত্র ৫ শতাংশ। শুধু তাই নয়, ৫ বছরের বেশি সময়ে ২ থেকে ৩ শতাংশ ক্ষেত্রে লস হতে পারে এসআইপি-তে। সেখানে লাম্পসাম ইনভেস্টমেন্ট করলে ক্ষতির আশঙ্কা থাকে একবারে শূন্য। মাথায় রাখতে হবে, যখন এসআইপি-তে ক্ষতি হয়, সেটা গড়ে ১০ শতাংশ হতে পারে।

এক্ষেত্রে কোটাক ইন্সটিটিউশনাল ইকুয়েটির কথাই ধরুন। এই ইন্সটিটিউশনের বিভিন্ন ফান্ডে ২০২১ সাল থেকে ইনভেস্ট করা ৪০ শতাংশ টাকা ০ শতাংশ লাভ পেয়েছে। ও দিকে স্মলক্যাপ ফান্ড, যেগুলিতে লাভের আশা থাকে বেশি, সেগুলিতেও ৫ বছরে ১৪ শতাংশ লোকসানের রয়েছে আশঙ্কা। 

Advertisement

এক্ষেত্রে মাথায় রাখতে হবে গত কয়েক বছরে বেড়েছে এসআইপি করার প্রবণতা। এখন অনেক ছোট শহর থেকেও মানুষ এসআইপি করছেন। আর কিছু কিছু ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় ৫ বছরে টাকা ১০ গুণ হয়েছে, এমন বার্তা দেখে বিভ্রান্ত হচ্ছেন। এটা ফিনান্সিয়াল লিটারেসি না থাকার কারণেই হচ্ছে বলে মনে করছেন তিনি। যদিও শ্রুতির মতে, 'এসআইপি ম্যজিক নয়।' তাই বিনিয়োগের সময় সতর্ক থাকুন।

যদিও এই নিবন্ধ পড়ে কেউ বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন না। তার আগে নিজে রিসার্চ করুন। তারপরই করুন বিনিয়োগ। 


 

Read more!
Advertisement
Advertisement