Advertisement

DA Hike: সরকারি কর্মীদের DA হয়তো দীপাবলির আগেই, মাইনে কত বাড়তে পারে?

7th Pay Commission: যদি কোনও কর্মীর সর্বোচ্চ বেসিক স্যালারি ৫৬ হাজার ৯০০ টাকা হয়, তাহলে ডিএ বাবদ তিনি পাচ্ছেন ২৩ হাজার ৮৯৮ টাকা। ৩ শতাংশ ডিএ বাড়লে তিনি পাবেন ২৫ হাজার ৬০৫ টাকা।

সরকারি কর্মীদের ডিএসরকারি কর্মীদের ডিএ
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 21 Sep 2023,
  • अपडेटेड 9:45 AM IST
  • বছরে দু'বার মেলে ডিএ
  • কীভাবে DA নির্ধারণ করা হয়?
  • মাইনে কতটা বাড়বে?

DA Hike News: উত্‍সবের মরশুমেই উপহার পেতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীরা। দীপাবলির (Diwali 2023) আগেই সম্ভবত মহার্ঘ ভাতা (DA) পেতে পারেন সরকারি কর্মীরা। কেন্দ্রীয় সরকার সূত্রের খবর, ৩ শতাংশ ডিএ বা মহার্ঘ ভাতা ঘোষণা করবে মোদী সরকার। অর্থাত্‍ ৪২ শতাংশ থেকে বেড়ে ৪৫ শতাংশ হবে। যার নির্যাস, কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশনের পাশাপাশি কর্মীদের মাইনেও বেড়ে যাবে।

বছরে দু'বার মেলে ডিএ

জিনিসপত্রের দাম বৃদ্ধির নিরিখে বছরে দু'বার কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA সংশোধন করা হয় বা মহার্ঘ ভাতা দেওয়া হয়। এ বছর শেষবার ডিএ বেড়েছিল ২৪ মার্চ। সেই বর্ধিত ডিএ লাগু হয়েছিল ২০২৩ সালের পয়লা জানুয়ারি থেকে। শেষবার ৪ শতাংশ ডিএ বাড়িয়েছিল কেন্দ্র। যার ফলে ৩৮ থেকে বেড়ে ৪২ শতাংশ হয়েছিল। এবারে ৩ শতাংশ বাড়াতে পারে। এই বর্ধিত ডিএ লাগু হবে পয়লা জুলাই থেকে। অর্থাত্‍ কেন্দ্রীয় সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের অ্যাকাউন্টে এরিয়ারও ঢুকবে।

কীভাবে DA নির্ধারণ করা হয়?

মহার্ঘ ভাতা বা ডিএ নির্ভর করে মুদ্রাস্ফীতির হারের উপরে। অর্থাত্‍ জিনিসপত্রের দাম বৃদ্ধির হারের উপরে। জিনিসপত্রের দাম যত বাড়ে, তত বেশি ডিএ নির্ধারণ করা হয়। সাধারণত, বছরে দুবার, পয়লা জানুয়ারি ও পয়লা জুলাই ডিএ লাগু করা হয়। এবারে দ্বিতীয় দফায় ৩ শতাংশ ডিএ দেওয়ার সম্ভাবনা রয়েছে। কেন্দ্রের ৪৭.৫৮ লক্ষ কর্মী ও ৬৯.৭৬ লক্ষ অবসরপ্রাপ্ত কর্মী উপকৃত হবেন।

মাইনে কতটা বাড়বে?

যদি ৩ শতাংশ ডিএ বাড়ে, তাহলে কোনও কর্মী যদি বেসিক স্যালারি ১৮ হাজার টাকা পান, তাহলে তিনি বর্তমানে ৭ হাজার ৫৬০ টাকা ডিএ পাচ্ছেন। সেক্ষেত্রে ৩ শতাংশ ডিএ বাড়লে তা বেড়ে হবে ৮ হাজার ১০০ টাকা। অর্থাত্‍ ৫৪০ টাকা বাড়বে। যদি কোনও কর্মীর সর্বোচ্চ বেসিক স্যালারি ৫৬ হাজার ৯০০ টাকা হয়, তাহলে ডিএ বাবদ তিনি পাচ্ছেন ২৩ হাজার ৮৯৮ টাকা। ৩ শতাংশ ডিএ বাড়লে তিনি পাবেন ২৫ হাজার ৬০৫ টাকা।

Advertisement

 

TAGS:
Read more!
Advertisement
Advertisement