কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA) বাড়ানো হয়েছে ৪ শতাংশ। এমন খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাতে দাবি করা হয়এছে, ২০২২ সালের জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৮ শতাংশ। সত্যিই কি কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে? এনিয়ে কেন্দ্রের তরফে জবাব এল।
কেন্দ্র জানিয়েছে, হোয়াটসঅ্যাপ বার্তায় দাবি করা হয়েছে ডিএ বেড়েছে সরকারি কর্মীদের। তা ১ জুলাই থেকে কার্যকর হবে। ওই বিজ্ঞপ্তি পুরোপুরি ভুয়ো। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে এমন কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি। প্রেস ইনফরমেশন ব্যুরোর (PIB) তথ্য যাচাইকারী টুইটার হ্যান্ডেলে (@PIBFactCheck) বলা হয়েছে,'হোয়্যাটসঅ্যাপে একটি ভুয়ো বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছে। তাতে দাবি করা হয়েছে ২০২২ সালের ১ জুলাই থেকে মহার্ঘ ভাতা বাড়ছে। এই ধরনের কোনও বিজ্ঞপ্তি জারি করেনি অর্থমন্ত্রক।'
ফলে আপাতত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানোর বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি। ৩৪ শতাংশ হারেই মহার্ঘ ভাতা পাবেন তাঁরা।
ঘটনা হল, দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে কেন্দ্রীয় কর্মীদের ডিএ ৪ শতাংশ পর্যন্ত বাড়াতে পারে কেন্দ্র। এনিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। রিজার্ভ ব্যাঙ্কের নির্ধারিত হারের চেয়ে ধারাবাহিকভাবে অনেকটাই বেশি মূল্যবৃদ্ধি। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্সের (ACIPI) পরিসংখ্যানের ভিত্তিতে কর্মীদের ডিএ স্থির করা হয়। জুন মাসে খুচরো মূল্যবৃদ্ধির হার ৭.০১ শতাংশ। এমতাবস্থায় সরকার চলতি বছর আরও একবার ডিএ বাড়াতে বলে খবর। আর সেই ঘোষণা হতে পারে পুজোর আগেই। এটাও শোনা যাচ্ছে, অষ্টম বেতন কমিশন গঠিত হচ্ছে না। নতুন ফর্মুলায় বাড়তে পারে সরকারি কর্মীদের বেতন। পে-ম্যাট্রিক্সের ভিত্তিতে কর্মচারীদের বেতন বাড়ানোর সুপারিশ করা হয়েছে কেন্দ্রকে।
আরও পড়ুন- ইনিই দেখবেন ঝুনঝুনওয়ালার সাম্রাজ্য, গুরু মানতেন বিগ বুলকে